আজকের রাশিফল ১৩/১০/২০২০
Todays horoscope 13/10/2020
মেষ: দিন খুব ভালো। সন্তানের উন্নতিতে আনন্দ পাবেন। দাম্পত্য জীবন ভালো কাটবে। জীবনসঙ্গীর কোনও চাহিদা আপনার সামনে আসতে পারে। কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরিতে বদলির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে।
বৃষ : পরিবারের সঙ্গে সময় কাটাবেন। তাদের প্রয়োজন ও ইচ্ছা পূরণের যথাসাধ্য চেষ্টা করবেন। স্বাস্থ্যে কিছুটা ওঠা-নামা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে হতাশার শিকার হবেন। গৃহস্থ জীবন ভালো কাটবে।
মিথুন : অত্যন্ত জরুরী কাজের জন্য কোথাও যেতে হতে পারে। তবে এখনই কোনও যাত্রা করার থেকে বাঁচুন। স্বাস্থ্য দুর্বল থাকবে। কোনও ব্যাপারে মনের মধ্যে ভয় ও চিন্তা দানা বাঁধবে। দাম্পত্য জীবনে এর প্রভাব পড়বে, যার ফলে সমস্যা দেখা দিতে পারে। চাকরিজীবীদের উন্নতি হবে।
কর্কট : আজ আয় বাড়বে। কর্মক্ষেত্রে আপনার প্রচেষ্টা সফল হবে। ব্যয় বৃদ্ধি পাবে। অসুস্থ হতে পারেন। গৃহস্থ জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে।
সিংহ : আজ কর্মস্থানে আপনাকে প্রচুর ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। নতুন বাড়ি তৈরি নিয়ে আলোচনা হতে পারে। প্রিয় জনের শরীর নিয়ে চিন্তা থাকবে।
কন্যা :গুরুদেবের সঙ্গে থাকার জন্য মানসিক শান্তি। নতুন কোনও কাজে ঝোঁক বাড়বে। হাতের কাজের জন্য আপনার সুনাম হতে পারে। আপনি আজ সবার কাছে খুব গুরুত্ব পাবেন।
তুলা :আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে- কিন্তু কাজের চাপ আপনার বিরক্তের কারণ হবে। আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন।
বৃশ্চিক :বন্ধুরা আপনাকে কোন বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষ্যণীয় প্রভাব ফেলবেন। আপনি চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যা আপনাকে আর্থিক ভাবে লাভবান করবে।
ধনু : ধনু রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। আর্থিক সঙ্কটের আশঙ্কা প্রবল। কোনও বন্ধু বা পরিচিত জনের কাছ থেকে কিছু অর্থ ধার করতে হবে। রাস্তাঘাটে চলাচলের সময় সতর্কতা অবলম্বন করুন। বৈদেশীক বিনিয়োগে লাভ আশা করা যায়। আইনগত জটিলতা নিয়ে চিন্তিত হবার আশঙ্কা। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লোকশান হতে পারে।
মকর : মকর রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। বকেয়া টাকা পয়সা আদায়ের যোগ প্রবল। জীবন সাথীর সাথে দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। অবিবাহিতদের বিয়ের কথাবার্তায় অগ্রগতি আশা করা যায়। আত্মীয়র সাহায্য পেতে পারেন।
কুম্ভ : কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। কাজের লোক বা কর্মচারীর দ্বারা লোকশানের আশঙ্কা দেখা দেবে। শরীরস্বাস্থ্য কিছুটা ভোগাতে পারে। কোনও মূল্যবাণ দ্রব্যাদি হারিয়ে ফেলতে পারেন। সাকলের দিকে অনৈতিক কোনও সম্পর্কের কারণে দুর্নাম ও বদনামের আশঙ্কা প্রবল। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে।
মীন : মীন রাশির জাতক জাতিকার দিনটি প্রেম ও রোমান্টিক বিষয়ের জন্য শুভ। পরীক্ষার্থীরা কোনও পরীক্ষায় সাফল্য পেতে পারেন। সন্তানের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন থাকতে পারেন। সৃজনশীল পেশার সঙ্গে জড়িতদের সময় ভালো যাবে না। অভিনয় শিল্পীরা নতুন কাজের সুযোগ পাবেন।