আজকের রাশিফল ১৯/১০/২০২০


Todays horoscope 19/10/2020
মেষ : আজ নিজের সম্পূর্ণ শক্তি লাগিয়ে কাজ পুরো করার চেষ্টা করবেন, কিন্তু মানসিক চিন্তা তাতে বাঁধ সাধবে। অনেকদিন ধরে কোনও কারণে চিন্তিত রয়েছেন, তার সমাধানের চেষ্টা করুন। কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। আয় বাড়বে। গৃহস্থ জীবন ভালো কাটবে। প্রেম জীবনে সুসংবাদ পাবেন।
বৃষ : আজ সমস্ত কাজ ভালোভাবে সম্পন্ন করবেন। স্বাস্থ্য ভালো থাকবে, ফলে আপনার আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। আপনার ওপর কাজের চাপ বাড়বে। ব্যবসায় লাভ হবে। গৃহস্থ জীবন মধুর হবে।
মিথুন : আজ ব্যয় বৃদ্ধি হবে। আয় বৃদ্ধির জন্য আরো মন দিয়ে কাজ করুন। গৃহস্থ জীবন ঠিকঠাক থাকবে। স্বামী ও স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে।
কর্কট : আজ আটকে থাকা কাজ পুরো হবে। আয় বাড়বে। শান্তিপূর্ণ গৃহস্থ জীবন কাটাবেন। কর্মক্ষেত্রে হতাশার শিকার হতে পারেন, তবে পরিশ্রম করতে থাকুন।
সিংহ : আজ সিংহর জাতক জাতিকাদের দিনটি শুভাশুভ মিশ্র। সন্তানের শরীর স্বাস্থ্য ভাল যাবে না। পরীক্ষার্থীদের পরীক্ষায় সাফল্য লাভের যোগ কম। প্রেমের বিষয়ে কিছু বাধা বিপত্তি দেখা দিতে পারে।
কন্যা : স্ত্রীর ব্যাপারে অযথা নাক গলাবেন না– তাতে স্ত্রী রুষ্ট হবে। এর থেকে বরং নিজের দিকে নজর দিন। কিছু জিনিসে হস্তক্ষেপ করা যেতে পারে নাহলে নির্ভরশীলতা এসে যাবে।
তুলা : ব্যস্ত সময়সূচী সত্ত্বেও স্বাস্হ্য সুন্দর থাকবে, কিন্তু আপনার জীবনকে নিশ্চিন্তভাবে নেবেন না, উপলব্ধি করুন যে জীবনের প্রতি যত্নই হল আসল ব্রত।
বৃশ্চিক : কোনো বন্ধুর শীতল আচরণ আপনার খারাপ লাগতে পারে। কিন্তু নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। এটা যেন আপনাকে বিধ্বস্ত না করে এবং পারলে ঝামেলা এড়িয়ে চলুন।
ধনু : ধনু রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। চাকরীজীবীদের কাজের চাপ বৃদ্ধি পাবে। মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। বয়স্কদের শারীরিক পীড়ায় ভোগান্তি হবে। ব্যবসায়ীক কাজের জন্য দিনটি ভাল। ঠিকাদারী বা কনস্ট্রাকশন ব্যবসায় অনাকাঙ্খিত বাধা বিপত্তির আশঙ্কা রয়েছে। রাজনৈতিক কাজে সাফল্য পেতে পারেন। জনসংযোগ বৃদ্ধি পাবে।
মকর : মকর রাশির জাতক জাতিকার দিনটি ভাল যাবে না। ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসীরা কোনও বিষয় নিয়ে ঝামেলা অশান্তিতে থাকতে পারেন। ব্যবসায়ীরা যান্ত্রিক ত্রুটি জনিত ঝামেলায় পড়তে পারেন। কোনও আইনগত জটিলতার সমাধান হওয়ার কথা থাকলে তাতে বাধা আসতে পারে।
কুম্ভ : কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসা বাণিজ্যে কিছু ঝামেলা দেখা দেবে। বিক্রিত পণ্য ফেরত আসতে পারে। বড় ভাই বোনের সঙ্গে সাংসারিক বিষয়ে মনমালিন্য দেখা দেবে। ব্যবসায় বন্ধুর সাহায্য আশা করতে পারেন। হকারদের রোজগার ভাল হবে। ঠিকাদারী কাজে ঝামেলার আশঙ্কা প্রবল।
মীন : মীন রাশির জাতক জাতিকার দিনটি ভাল যাবে না। কর্মস্থলে ঝামেলার আশঙ্কা রয়েছে। তবে উচ্চপদস্ত কর্মকর্তার সাহায্য পেতে পারেন। রাজনৈতিক নেতাকর্মীদের কাজের ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দেবে। বেকারদের চাকরি সংক্রান্ত পরীক্ষায় আশানুরুপ অগ্রগতি হবে। প্রশাসনিক কর্মকর্তাদের কাজে ঝামেলা দেখা দেবে।