আজকের রাশিফল ১২/১/২০২১
Todays horoscope 12/1/2021
মেষ : দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায় ভালো আয়ের সুযোগ রয়েছে। ট্রাভেল এজেন্সী ও ট্যুরিজম ব্যবসায় কাজের যোগাযোগ বাড়তে পারে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজের জন্য দূর যাত্রার যোগ। বিকালের পর সাংগঠনিক বা সামাজিক কাজে অংশ নিতে হবে
বৃষ : বাড়িতে পুরোন পাওনাদারদের আগমন হবে। আইনগত জটিলতা দাঙ্গা হাঙ্গামা থেকে সতর্ক হতে হবে। কিছু টাকা ঋণ করতে পারেন। খুচরা ও পাইকারী ব্যবসায় আশানুরুপ লাভের সম্ভাবনা নেই। বিকালের পর ভাগ্য সহায় হবে। বিদেশ যাত্রার সুযোগ পাবেন। উচ্চ শিক্ষায় সাফল্য লাভ।
মিথুন : জীবন সঙ্গীর জন্য কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। নিকট কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা প্রবল। ব্যবসায়ীদের আশানুরুপ লাভের সুযোগ কম। অবিবাহিতদের বিয়ের কথাবার্তায় অগ্রগতি হবে। বিকালের পর সময় ভালো যাবে না।
কর্কট : রাস্তাঘাটে সতর্কতার সাথে চলাফেরা করা উচিত। গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। অনৈতিক সম্পর্কের ক্ষেত্রে জটিলতা বৃদ্ধির আশঙ্কা। বিকালের পর দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে। হঠাৎ করেই অবিবাহিতদের বিয়ের যোগ।
সিংহ : কাজে মনযোগী হবেন, যার ভালো ফল পাবেন। ব্যয় কমবে, আয় বাড়বে। বিদেশে গিয়ে কাজ করার বিচার মনে আসবে, চেষ্টাও করতে পারেন। গৃহস্থ জীবন ঠিক-ঠাক থাকবে।
কন্যা : দিন ভালো কাটবে। চিন্তামুক্ত হবেন। স্বাস্থ্য মজবুত হবে। কাজে সাফল্য পাবেন। গৃহস্থ জীবনে সমস্যা দেখা দিতে পারে।
তুলা : স্বাস্থ্যে ওঠা-নামা থাকবে। চিন্তা বাড়বে। গৃহস্থ জীবনে ঝগড়া হতে পারে। কাজের ক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন।
বৃশ্চিক : স্বাস্থ্য ভালো থাকবে। বিবাহিত জীবনে ভরপুর ভালোবাসা থাকবে। কাজের ক্ষেত্রে দিন ভালো। তাই অত্যধিক পরিশ্রম করুন ও কাজে মনযোগী হন।
ধনু : যৌথ ব্যবসায়ে এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না। আপনার ভালোবাসার কারোর সাথে যোগাযোগের অভাব আপনাকে হতাশাগ্রস্ত করবে। নিজের প্রেমের ক্ষেত্রে জিভে সংযম না থাকলে প্রচুর সমস্যা দেখা দেবে।
মকর : দিনটি ভালো যাবে। ব্যবসা ক্ষেত্রে বকেয়া বিল আদায় হওয়ার সুযোগ রয়েছে। বড় ভাই বা বন্ধুর কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। চাকরি ও ব্যবসার ক্ষেত্রে আর্থিক দিক ভালো যাবে। বন্ধুর সাথে ব্যবসায়ীক বিনিয়োগে লাভবান হতে পারেন।
কুম্ভ : রাজনৈতিক ও সামাজিক কাজে আপনার সুনাম ও সম্মান বৃদ্ধি পাবে। পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। হটাৎ করে কোনো পদস্ত কর্মকর্তার সাথে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। বেকারদের চাকরি লাভের যোগ প্রবল।
মীন : ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে আশানুরুপ সাফল্য পেতে পারেন। উচ্চ শিক্ষার্থে বিদেশ গমন শুভ। আমদানি ও রপ্তানি বাণিজ্যে ভালো রোজগার হতে পারে। বিকালের দিকে চাকরিজীবীরা কোনো ঝামেলাপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। পিতার সাথে মনমালিন্য এড়িয়ে চলুন।