আজকের রাশিফল ১৩/১/২০২১
Todays horoscope 13/1/2021
মেষ : আজ অতিরিক্ত উদাসীনতায় ব্যবসায় ক্ষতির মুখে পড়তে হতে পারে। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা বুদ্ধির দৌলতে শুত্রুর মোকাবিলা করতে পারবেন। আইন পরামর্শ নেওয়ার প্রয়োজন হতে পারে। সঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে।
বৃষ : আপনার মন্তব্যের জেরে সংসারে অশান্তি হতে পারে। কর্মস্থলে ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। সন্তানের সঙ্গে ধৈর্য ধরে ব্যবহার করুন। আধ্যাত্মিক কাজে শান্তি পাবেন। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। নয়া বাড়ি তৈরি নিয়ে আলোচনা হতে পারে।
মিথুন : নিকট কোনও আত্মীয় বা কাছের কোনও মানুষ অসুস্থ হতে পারেন। সম্পত্তি-সহ অন্যান্য কারণে আত্মীয়দের সঙ্গে বিবাদ। বন্ধুর থেকে সাবধান। ব্যবহারের জন্য সম্মানিত হবেন। নিজের মেধা প্রমাণের সুযোগ মিলবে।
কর্কট : আজ আপনার দিন ভালো কাটবে। তবে গুরুত্বপূর্ণ সকাল-সকাল মিটিয়ে ফেলুন। মানসিক শান্তি বৃ্দ্ধি পেতে পারেন। বাড়ি কেনার বিষয়ে কথাবার্তা বলতে পারেন। স্ত্রীর কারণে ব্যবসায় সাফল্য আসবে।
সিংহ : স্বাস্থ্য দুর্বল থাকতে পারে, নিজের যত্ন নিন। আয় ভালো হলেও তবে ব্যয় বাড়বে। বিবাহিত জীবনে অবসাদ থাকবে। কাজের ক্ষেত্রে দিন ভালো। বিশেষত চাকরিজীবীদের জন্য দিনটি খুব শুভ। অসুস্থতার জেরে ভ্রমণ বাতিল হতে পারে। পরোপকারের জন্য নিজের ক্ষতি হতে পারে।
কন্যা : ব্যবসা ও কর্মজগতে আজ সাফল্য পাবেন। কোনও বিশেষ কারণে মনে ভয় কাজ করবে। প্রেমে সবরকম সাফল্য পাবেন। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য শারীরিক রক্তচাপ কষ্ট দেবে। মাথা ঠান্ডা রাখা খুব জরুরি।
তুলা : আজ আপনার দিনটি ভালো ও মন্দে যাবে। সঙ্গীত ও শিল্পে আগ্রহ বাড়বে। ব্যবসার উন্নতির জন্য ঋণ নিতে হতে পারে। বিষয় সম্পত্তি কেনাবেচার জন্য ভাল দিন। উচ্চশিক্ষার জন্য দিনটা শুভ নয়। প্রেমের ক্ষেত্রে মনে আনন্দ।
বৃশ্চিক : আজ নতুন কাজের জন্য ইচ্ছাশক্তি বৃদ্ধি পাবে। ব্যবসা ও কর্মজগতে সময় ভাল যাবে না। অপ্রিয় কথার জন্য প্রিয়জনের সঙ্গে বিবাদ বাড়তে পারে। শরীর নিয়ে চিন্তা বাড়তে থাকবে। স্ত্রীর ব্যবহারের জন্য মানসিক চাপ বাড়বে।
ধনু : আজ আপনার ব্যবসা ও কর্মজগতে ভাল ফল না পাওয়ায় উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা। অফিসে ও কাজের জায়গায় চাপ বাড়বে। মানসিক অস্থিরতা বাড়তে পারে। প্রেমের জন্য গৃহে বিবাদ বৃদ্ধি। শরীর খারাপের সম্ভাবনা আছে।
মকর : আজ আপনার দিনটি ভালোর মধ্য দিয়ে কাটবে। বাড়তি লাভের যোগ প্রবল। কোনও সুখবর খবর পেতে পারেন। আজ যদি কারোর জন্য উপকার করেন তাহলে সুনাম পাবেন। সন্তানের কোনও বিশেষ কর্মে মনে আনন্দ। শরীরে আঘাত লাগা থেকে সাবধান থাকুন।
কুম্ভ : সকালের দিকে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত আলাপ আলোচনায় অগ্রগতি হবে। জীবন সাথীর সাহায্য পেতে পারেন। দুপর থেকে সময় ভালো যাবে না। কোনো আইনি জটিলতার সম্মূখীন হতে পারেন। বৈদেশিক বাণিজ্যে শুল্ক বা ভ্যাট সংক্রান্ত জটিলতা দেখা দেবে।
মীন: যদিও সকালের দিকে কর্মস্থলে কিছু ঝামেলা দেখা দিতে পারে। অধীনস্ত কর্মচারীর কোনো অপকর্ম ধরতে পারেন। দুপুরের পর ব্যবসায় অগ্রগতি আশা করা যায়। অবিবাহিতদের জন্য কোনো সম্বন্ধ আসতে পারে। অংশিদারী কাজে ভালো লাভ আশা করতে পারেন।