Corona Virusরাজ্য

প্রয়াত হলেন বর্ষীয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী

Veteran CPM leader Shyamal Chakraborty has passed away

GNE NEWS DESK: প্রয়াত হলেন বর্ষীয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী(Shyamal Chakraborty)।বৃহস্পতিবার বেলা ১.৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুধবার মেয়ে উষসী চক্রবর্তী নিজের ফেসবুক ওয়ালে বাবার শারীরিক অবস্থার কথা জানিয়ে পোস্ট করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করে খোঁজ নেন, সেকথাও শেয়ার করেন উষসী।

কোভিড আক্রান্ত হয়ে বাইপাসের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শ্যামল চক্রবর্তী।ভেন্টিলেশনে ছিলেন প্রবীণ নেতা।

বাবার শরীর যে ভালো নেই, নিজেই ফেসবুকে সেকথা জানিয়েছিলেন উষসী চক্রবর্তী। অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর বাবার ফুসফুসের সংক্রমণ রয়েছে। তবে এই প্রথমবার নয়, এর আগেও বহুবার একই সমস্যায় ভুগেছেন বর্ষীয়ান নেতা।

তাঁর করোনা পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজেটিভ আসে। রবিবার রাতে তাঁর অবস্থার কিছুটা অবনতি হয়। ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয় বর্ষীয়ান নেতাকে। সোমবার কিছুটা উন্নতি হলেও, ফের তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। তারপর থেকে চিকিত্সায় সাড়া দিচ্ছিলেন না।

Tags: Late CPM leader, Shyamal Chakraborty, west Bengal

Tags
Advertisement with GNE Bangla

একই রকমের খবর

Back to top button
Use GNE Bangla App Install Now
Subscribe YouTube Channel
Close