নিট প্রবেশিকা পরীক্ষার কথা মাথায় রেখে লকডাউন প্রত্যাহার মমতার


It is a pity to withdraw the lockdown keeping in mind the net entrance exam
GNE NEWS DESK:লকডাউন ঘোষনার অনেক আগেই স্থির হয়ে গিয়েছিল নিট প্রবেশিকা পরীক্ষার কর্মসূচি। এরপর মহামারির কবলে পড়ে রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়। সেপেম্বর মাসে লোকডাউন এর তারিখ অনুযায়ী ১১, ১২ দুইদিন লোকডাউন জারি করা হয়েছিল কিন্তু পরীক্ষার দুদিন আগে লকডাউন হলে ছাত্ৰছাত্রীদের প্রবল অসুবিধার সম্মুখীন হতে পারে এ কথা মাথায় রেখে মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি আগামী ১২ ই সেপ্টেম্বর নির্ধারিত লকডাউনের তারিখ বাতিল করে দেন।
জানা গেছে ছাত্রছাত্রীদের অভিভাবিকেরাও ১২ সেপ্টেম্বর লকডাউন বাতিল করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি আর্জি জানিয়েছিলেন।কারণ তাদের মতানুসারে বহু ছাত্র ছাত্রী রাজ্যের বাইরে বসবাস করেন পরীক্ষার আগের দিন যদি লকডাউন থাকে তাহলে অনেকেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে সমস্যার সম্মুখীন হতে পারে তাই সব দিক বিচার করে মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার লকডাউন বাতিলের সিধান্ত টুইট করে সকলকে জানালেন।
এই সংকটকালীন পরিস্থিতিতে ছাত্ৰ ছাত্রীদের স্বার্থ রক্ষার্থে বহু রাজনৈতিক দল এর নেতারা এই পরীক্ষা বন্ধের আর্জি জানিয়েছিল কিন্তু তা নাকচ করে পুর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই পরীক্ষা বহাল রাখা হয়।
এবং সুপ্রিমকোর্টের ছাড়পত্র সাপেক্ষে পরীক্ষার আয়োজন যথারীতি ভাবে করা হয়। এই জন্যই ছাত্ৰছাত্রী দের সুবিধার্থে আগামী ১২ ই সেপ্টেম্বর নির্ধারিত লকডাউন বাতিল করে দেওয়া হয়। কেবলমাত্র ১১ এ সেপ্টেম্বর ই লকডাউন হবে একথাও ঘোষণা করে দেওয়া হয়।