জঙ্গলমহলের করোনা আপডেট ১৭/৯/২০২০


Corona update of Jangalmahal 17/9/2020
GNE NEWS DESK : পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য দফতরের আজ ১৭ই সেপ্টেম্বর ২০২০ এর কোভিড -19 স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া এই চারটি জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৪৬৭ জন, সুস্থ হয়ে উঠেছেন ৩১৯ জন। আসুন দেখে নিই এই চারটি জেলার করোনা আপডেট।
বাঁকুড়া : বাঁকুড়া জেলায় করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১০৭ জন আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়ে উঠেছেন ৮৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ৪,৩০০ জন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩,৫৪১ জন। মৃত্যু হয়েছে ৩৪ জনের। ৭২৫ জন চিকিৎসাধীন রয়েছেন। শেষ রিপোর্ট করা কেস ছিল ১৬ই সেপ্টেম্বর।
পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৪০ জন আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়ে উঠেছেন ১৬৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ৭,৯৩৯ জন, তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬,১৭৯ জন। ১,৬৭২ জন চিকিৎসাধীন রয়েছেন। ৮৮ জনের করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে। শেষ রিপোর্ট করা কেস ছিল ১৬ই সেপ্টেম্বর।
ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলায় করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ৪৬৪ জন। তার মধ্যে ৩৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ২ জনের করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে। ১২৪ জন চিকিৎসাধীন রয়েছেন। শেষ রিপোর্ট করা করোনা ভাইরাসের কেস ছিল ১৬ই সেপ্টেম্বর।
পুরুলিয়া : পুরুলিয়া জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ৯৫ জন আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়ে উঠেছেন ৫৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ২,৫৩০ জন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১,৮৫৯ জন। ১৩ জনের করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে। ৬৫৮ জন চিকিৎসাধীন রয়েছেন। শেষ রিপোর্ট করা কেস ছিল ১৬ই সেপ্টেম্বর।