দেশের করোনা আপডেট ২২/৯/২০২০
Corona update of India 22/9/2020
GNE NEWS DESK : ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত আজ ২২শে সেপ্টেম্বর ২০২০ এর তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫,০৮৩ জন, মৃত্যু হয়েছে ১,০৫৩ জনের, এবং করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১,০১,৪৬৯ জন।
ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী দেশে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৫৫,৬২,৬৬৪। বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯,৭৫,৮৬১। এখন পর্যন্ত মোট ৪৪,৯৭,৮৬৮ জন সুস্থ হয়ে উঠেছেন। দেশে করোনা সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা ৮৮,৯৩৫।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) এর তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ৯,৩৩,১৮৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত পরীক্ষিত মোট নমুনার সংখ্যা ৬,৫৩,২৫,৭৭৯।
https://twitter.com/ANI/status/1308263821652312065?s=20
[qws]Tags: আপডেট খবর,বাংলা খবর,করোনা আপডেট, আজকের রাশিফল, bengalinews, ভারতের খবর, আজকের খবর, আবহাওয়ার খবর,ঝাড়গ্রাম, উপকারিতা, দেশের খবর, আজকের নিউজ,