জঙ্গলমহলের করোনা আপডেট ২৩/৯/২০২০
Corona update of Jangalmahal 23/9/2020
GNE NEWS DESK : পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য দফতরের আজ ২৩শে সেপ্টেম্বর ২০২০ এর কোভিড -19 স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া এই চারটি জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ২৬৯ জন, সুস্থ হয়ে উঠেছেন ৪৩৭ জন, মৃত্যু হয়েছে ৭ জনের। আসুন দেখে নিই এই চারটি জেলার করোনা আপডেট।
পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১০৩ জন আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়ে উঠেছেন ২৩৭ জন, মৃত্যু হয়েছে ৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৮,৯০৬ জন, তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭,৩৮৩ জন। ১,৪২০ জন চিকিৎসাধীন রয়েছেন। ১০৩ জনের করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে। শেষ রিপোর্ট করা কেস ছিল ২২শে সেপ্টেম্বর।
বাঁকুড়া : বাঁকুড়া জেলায় করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৮৩ জন আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়ে উঠেছেন ৬৩ জন, মৃত্যু হয়েছে ২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪,৯৫০ জন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪,১০০ জন। মৃত্যু হয়েছে ৪৬ জনের। ৮০৪ জন চিকিৎসাধীন রয়েছেন। শেষ রিপোর্ট করা কেস ছিল ২২শে সেপ্টেম্বর।
ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলায় করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ৬১৫ জন। তার মধ্যে ৪২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ২ জনের করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে। ১৮৭ জন চিকিৎসাধীন রয়েছেন। শেষ রিপোর্ট করা করোনা ভাইরাসের কেস ছিল ২২শে সেপ্টেম্বর।
পুরুলিয়া : পুরুলিয়া জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ৫৭ জন আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়ে উঠেছেন ১১৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ২,৯৯০ জন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২,৩৫৪ জন। ১৭ জনের করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে। ৬১৯ জন চিকিৎসাধীন রয়েছেন। শেষ রিপোর্ট করা কেস ছিল ২২শে সেপ্টেম্বর।