জঙ্গলমহলের করোনা আপডেট ২৭/১১/২০২০
Corona update of Jangalmahal 27/11/2020
GNE NEWS DESK : পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া এই চারটি জেলার পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য দফতরের আজ ২৭শে নভেম্বর ২০২০ এর কোভিড -19 স্বাস্থ্য বুলেটিন আসুন দেখে নিই –
পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৮১ জন আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়ে উঠেছেন ৪২ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৭,৭৬৮ জন, তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬,৯৭৭ জন। ৫৪০ জন চিকিৎসাধীন রয়েছেন। মোট ২৫১ জনের করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে। শেষ রিপোর্ট করা কেস ছিল ২৬শে নভেম্বর।
ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলায় করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ জন, সুস্থ হয়ে উঠেছেন ৩০ জন, মৃত্যু হয়েছে ১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২,৫২৩ জন। তার মধ্যে ২,৩৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মোট ১৬ জনের করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে। ১৭০ জন চিকিৎসাধীন রয়েছেন। শেষ রিপোর্ট করা করোনা ভাইরাসের কেস ছিল ২৬শে নভেম্বর।
বাঁকুড়া : বাঁকুড়া জেলায় করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৬৫ জন আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়ে উঠেছেন ২৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ৯,৬৯২ জন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯,১৮৩ জন। মোট মৃত্যু হয়েছে ৮৫ জনের। ৪২৪ জন চিকিৎসাধীন রয়েছেন। শেষ রিপোর্ট করা কেস ছিল ২৬শে নভেম্বর ।
পুরুলিয়া : পুরুলিয়া জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ৩২ জন আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়ে উঠেছেন ১২ জন। মোট আক্রান্তের সংখ্যা ৬,০৫২ জন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫,৮০৭ জন। মোট ৩৮ জনের করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে। ২০৭ জন চিকিৎসাধীন রয়েছেন। শেষ রিপোর্ট করা কেস ছিল ২৬শে নভেম্বর।