জঙ্গলমহলের করোনা আপডেট ৩০/১১/২০২০
Corona update of Jangalmahal 30/11/2020
GNE NEWS DESK : পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া এই চারটি জেলার পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য দফতরের আজ ৩০শে নভেম্বর ২০২০ এর কোভিড -19 স্বাস্থ্য বুলেটিন আসুন দেখে নিই –
পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৬৩ জন আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়ে উঠেছেন ২৭ জন, মৃত্যু হয়েছে ৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১৭,৯৫৫ জন, তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৭,০৬৬ জন। ৬৩২ জন চিকিৎসাধীন রয়েছেন। মোট ২৫৭ জনের করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে। শেষ রিপোর্ট করা কেস ছিল ২৯শে নভেম্বর।
ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলায় করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ জন, সুস্থ হয়ে উঠেছেন ১৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ২,৫৬৮ জন। তার মধ্যে ২,৪২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মোট ১৭ জনের করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে। ১২৬ জন চিকিৎসাধীন রয়েছেন। শেষ রিপোর্ট করা করোনা ভাইরাসের কেস ছিল ২৯শে নভেম্বর।
বাঁকুড়া : বাঁকুড়া জেলায় করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৭ জন আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়ে উঠেছেন ৫৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ৯,৮৩৮ জন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯,৩১৮ জন। মোট মৃত্যু হয়েছে ৮৬ জনের। ৪৩৪ জন চিকিৎসাধীন রয়েছেন। শেষ রিপোর্ট করা কেস ছিল ২৯শে নভেম্বর ।
পুরুলিয়া : পুরুলিয়া জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ১৬ জন আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়ে উঠেছেন ২৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ৬,১০৩ জন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫,৮৫২ জন। মোট ৩৮ জনের করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে। ২১৩ জন চিকিৎসাধীন রয়েছেন। শেষ রিপোর্ট করা কেস ছিল ২৯শে নভেম্বর।