আসন্ন পুরসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পুরসভার বিজেপির প্রার্থী তালিকা সামনে এসেছে। তাৎপর্যপূর্ণ ভাবে খড়গপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।
খড়গপুর সদরে বিধানসভা নির্বাচনে বিদায়ী বিধায়ক প্রদীপ সরকারকে হারিয়ে বিজেপির টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায়। এবার ৩৩ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তিনি। খড়্গপুর পুরসভা নির্বাচনে স্বয়ং বিধায়ক ভোট প্রার্থী হওয়ার চমক সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে।
- Advertisement -
বিধায়ক হওয়ার পর থেকেই প্রেমবাজার-হিজলি এলাকায় থাকতে শুরু করেন বিজেপি বিধায়ক। সেখান কার ভোটার তালিকায় নিজের নাম নথিভুক্তও করিয়েছেন। ৩৩ নম্বর ওয়ার্ডে হিরনের প্রতিদ্বন্দ্বী তৃণমূলের নেতা জহর পাল। অন্যদিকে খড়্গপুর পুরসভা নির্বাচনের প্রচার কমিটির আহ্বায়ক করা হয়েছে হিরণকে। ফলে স্পষ্ট হয়ে গিয়েছে খড়গপুরে আসন্ন পুরসভা নির্বাচনে হিরণকে সামনে রেখেই ভোট সমরে নামবে বিজেপি।