Keshpur: অমানবিক অ্যাম্বুলেন্স! ১০ মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে হাঁটতে হল ২ কিমি পথ

Keshpur: অমানবিক অ্যাম্বুলেন্স! ১০ মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে হাঁটতে হল ২ কিমি পথ

অ্যাম্বুলেন্স পরিষেবার অমানবিক নিদর্শন। গ্রামে যেতে অস্বীকার ১০২ অ্যাম্বুলেন্স পরিষেবার৷ দুই কিমি পথ পায়ে হেঁটে তারপর বাস ধরে ১০ মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে পৌঁছাতে হল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বিকলচক গ্রামে।

জানা গিয়েছে, কেশপুরের বিকলচক গ্রামের বাসিন্দা সেক বাপি আলী মাস তিনেক আগে তাঁর স্ত্রী সারজুনা বিবিকে বিকলচক গ্রামের বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবার ১০২ ফোন নম্বরে ফোন করেন। অ্যাম্বুলেন্স গ্রামে না এসে দুই কিমি দূরে পাকা রাস্তায় দাঁড়ায়। বাপিবাবুকে জানানো হয়, ঐ দুই কিমি পথ অ্যাম্বুলেন্স যাবে না, হেঁটে আসতে হবে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে৷ প্রতিবাদ জানিয়ে ঘটনার ভিডিও করে তা সমাজমাধ্যমে পোস্ট করেন বাপিবাবু৷

আরও পড়ুন:  Medinipur: বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে বঙ্গ রঙ্গমঞ্চের দেড়শো বছর পূর্তি উৎসবের সূচনা

অভিযোগ, এরপর থেকে গ্রামে আসছে না অ্যাম্বুলেন্স। শুক্রবার অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাসপাতাল নিয়ে আসার জন্য ১০২ ফোন নম্বরে ফোন করেও অ্যাম্বুলেন্স পরিষেবা পাননি বাপিবাবু৷ বাধ্য হয়ে তাঁর ১০ মাসের সন্তানসম্ভবা স্ত্রীকে ২ কিমি রাস্তা হেঁটে পাকা রাস্তায় এসে বাস ধরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসতে হয়। বাপিবাবুর অভিযোগ, অ্যাম্বুলেন্স পরিষেবা সংক্রান্ত অব্যবস্থা তিনি প্রকাশ্যে নিয়ে আসায় গোটা গ্রামকে হেনস্থা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ