Bankura : অভিষেকের সফর মিটতেই তৃণমূলে ভাঙন, সিপিএম-এ এলেন শতাধিক কর্মী

Bankura : অভিষেকের সফর মিটতেই তৃণমূলে ভাঙন, সিপিএম-এ এলেন শতাধিক কর্মী

বাঁকুড়া জেলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা মিটতেই শাসক দলে ভাঙন। ভাঙন প্রধান বিরোধী দল বিজেপির ঘরেও। দুই দল ছেড়ে প্রায় ২০০ কর্মী সমর্থক বুধবার বাঁকুরার রানীবাঁধ ব্লক এলাকায় সিপিআইএম-এ যোগ দিয়েছেন বলে দাবি দলীয় তরফের।

এইদিন রানীবাঁধের ভুড়কুড়ামোড় থেকে দ্বারগেড়িয়া পর্যন্ত দীর্ঘ ৭ কিলোমিটার মিছিল করেন হাজার খানেক সিপিআইএম কর্মী সমর্থক। সিপিআইএম রানীবাঁধ এরিয়া কমিটির সম্পাদক মধুসূদন মাহাতোর দাবি, প্রায় শদুয়েক তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থক স্বেচ্ছায় লাল পতাকা হাতে নিয়ে মিছিলে যোগ দিয়েছেন।

আরও পড়ুন:  Jhargram : কুড়মিদের কাছে দুঃখ প্রকাশ তৃণমূলের জেলা সভাপতির, বিতর্কিত মন্তব্যের জের

মিছিলে প্রকৃত গরীব মানুষের জন্য আবাস যোজনায় ঘর, ১০০ দিনের কাজের বাকি টাকা, ৬০ বছর বয়সের ঊর্ধ্বে গরীব মানুষদের ভাতা সহ একাধিক দাবি জানানো হয়। বিগত নির্বাচনগুলিতে জঙ্গলমহলে ক্রমশ ক্ষয়িষ্ণু হয়েছে বামেরা। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে এই দলবদল কিছুটা হলেও বামেদের রাজনৈতিক প্রেক্ষিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে অভিমত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:  Bayron Biswas : বায়রনকে তৃণমূলের উপহার! নিরাপত্তায় রাজ্য পুলিশ

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ