চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

রোজগার মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭১ হাজার জন নবনিযুক্ত কর্মীদের নিযুক্তিপত্র প্রদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার খড়গপুরে আয়োজিত মেলায় মোট ২২০ জন কর্মীকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন পদে নিযুক্তিপত্র দেওয়া হয়।

খড়গপুর ডিভিশনে এইদিন আয়োজিত হয়েছিল ৪র্থ রোজগার মেলা। সুপারভাইসার ট্রেনিং সেন্টারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুভাষ সরকার। এছাড়াও ছিলেন, মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ, রেলের খড়গপুরের ডিআরএম এম এস হাসমি, আইআইটি খড়গপুরের ডিরেক্টর প্রমুখরা। তাঁদের উপস্থিতিতে ২২০ জন কর্মীকে কেন্দ্র সরকারের বিভিন্ন ক্ষেত্রে নিযুক্ত করা হয়।

জনপ্রিয় খবর:  Kharagpur : খড়গপুরের পৌরপ্রধান কল্যাণী ঘোষ, দলীয় তরফে ঘোষণা তৃণমূলের

২২০ জন নবনিযুক্ত প্রার্থীদের মধ্যে ১৯৮ জন ভারতীয় রেল, ১১ জন ভারতীয় পোস্ট, ৯ জন আইআইটি, ১ জন এইএমস কল্যাণী ও ১ জন পাঞ্জাব ন্যাশেনাল ব্যাঙ্ক থেকে ছিলেন। তাঁরা নিযুক্তপত্র পান। নবনিযুক্ত কর্মীরা ‘কর্মযোগী প্রারম্ভ’ নামে অনলাইন কোর্সের মাধ্যমে নিজেদের পরিশালীত করতে পারবেন।

পোস্টাল সার্ভিসে নবনিযুক্ত পশ্চিম মেদিনীপুরের মালা হাজরা নিজের উচ্ছ্বাস ব্যক্ত করে জানান, “চাকরিতে নিযুক্তিকরণ পেয়ে নিজের পরিবারকে সাহায্য করতে পারবো। গর্বিত অনুভব করছি।”

জনপ্রিয় খবর:  Kharagpur : খড়গপুরের পৌরপ্রধান কল্যাণী ঘোষ, দলীয় তরফে ঘোষণা তৃণমূলের