মেদিনীপুরে আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস, আয়োজনে মহিলা মহাবিদ্যালয়

পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান, প্রযুক্তি ও জীব-প্রযুক্তিবিদ্যা বিভাগ এবং মেদিনীপুর শহরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে মেদিনীপুরে আয়োজিত হল ৫ম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস। যোগদান করেছেন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা মিলিয়ে ২৮০ জন গবেষক।

আরও পড়ুন:  দল নিয়ে ‘ফেক রিউমার’ ছড়ালে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি জুন মালিয়ার

রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে শুক্রবার থেকে দুইদিন ব্যাপি এই সম্মেলন বি.সি রায় অডিটোরিয়ামে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আশুতোষ ঘোষ, ঝাড়গ্রাম সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমিয় কুমার পণ্ডা, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, অধ্যক্ষ ড. জয়শ্রী লাহা, পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জীব-প্রযুক্তি বিদ্যা বিভাগের কর্তা সুদীপ্ত ঘোষ সহ অনেক গণ্যমান্য গবেষক ও বিজ্ঞানী। একাধিক বিষয়ে বিভিন্ন সেমিনার, বক্তৃতা ও আলোচনা সভা আয়োজিত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ