Kurmi Train Cancel : ৬ এপ্রিল বাতিল ৭৮টি ট্রেন, দেখুন দক্ষিণ-পূর্ব রেলের তালিকা

Kurmi Train Cancel : ৬ এপ্রিল বাতিল ৭৮টি ট্রেন, দেখুন দক্ষিণ-পূর্ব রেলের তালিকা

পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানার খেমাশুলি এবং পুরুলিয়ার কুস্তাউর রেলস্টেশনে কুড়মি সমাজের তরফে গত বুধবার থেকে শুরু হয়েছে অবিচ্ছিন্ন রেল অবরোধ। অবরোধের জেরে খড়গপুরআদ্রা ডিভিশনে ৫ এপ্রিল থেকে দফায় দফায় বাতিল হয়েছে বহু ট্রেন। বৃহস্পতিবার, ৬ এপ্রিলও দক্ষিণ-পূর্ব রেলের তরফে বাতিল করা হয়েছে ৭৮টি ট্রেন। বেশ কিছু ট্রেন চলবে না নির্ধারিত দূরত্ব। নীচে দেখে নিন বাতিল ট্রেনের তালিকা।

৬ এপ্রিল বাতিল ট্রেনের তালিকা –
১. ১২১৩০ হাওড়া-পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস
২. ১৮০০৫ হাওড়া-জগদলপুর এক্সপ্রেস
৩. ১২৮৩৪ হাওড়া-আমেদাবাদ এক্সপ্রেস
৪. ১২২২২ হাওড়া-পুনে দুরন্ত এক্সপ্রেস
৫. ১২৮১৪ টাটানগর-হাওড়া এক্সপ্রেস
৬. ১২০২১ হাওড়া-বারবিল জন শতাব্দী এক্সপ্রেস
৭. ২২৮৬১ হাওড়া-কাঁটাবাঞ্জি এক্সপ্রেস
৮. ২২৮৯২ রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস
৯. ১৮০৩৩ হাওড়া-ঘাটশিলা মেমু এক্সপ্রেস
১০. ২২৮২৩ ভুবনেশ্বর-নিউ দিল্লী রাজধানী এক্সপ্রেস
১১. ২২৮৯১ হাওড়া-রাঁচি এক্সপ্রেস
১২. ১২৮৭২ টিটলাগড়-হাওড়া এক্সপ্রেস
১৩. ১৮০৩৪ ঘাটশিলা-হাওড়া মেমু এক্সপ্রেস
১৪. ১২৮৬০ হাওড়া-মুম্বাই সিএসএমটি গীতাঞ্জলি এক্সপ্রেস
১৫. ২২৮৯৪ হাওড়া-সাই নগর সিরডি এক্সপ্রেস
১৬. ১৮০৩০ শালিমার-এলটিটি এক্সপ্রেস
১৭. ১২০২২ বারবিল-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস
১৮. ১২৮১৩ হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস
১৯. ১২৮১০ হাওড়া-মুম্বাই সিএসএমটি মেল
২০. ২২১৭০ সাঁতরাগাছি-রাণী কমলাপতি হামসফর এক্সপ্রেস
২১. ১৮৬১৫ হাওড়া-হাতিয়া এক্সপ্রেস
২২. ০৮০৪৯ খড়গপুর-ঝাড়গ্রাম মেমু স্পেশাল
২৩. ০৮০৫৪ টাটানগর-খড়গপুর মেমু স্পেশাল
২৪. ০৮০১৫ খড়গপুর-ঝাড়গ্রাম মেমু স্পেশাল
২৫. ১৮০১৯ ঝাড়গ্রাম-ধানবাদ মেমু এক্সপ্রেস
২৬. ১৮০২০ ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেস
২৭. ০৮০৫৫ খড়গপুর-টাটানগর মেমু স্পেশাল
২৮. ০৮০৬০ টাটানগর-খড়গপুর মেমু স্পেশাল
২৯. ০৮০৬৯ সাঁতরাগাছি-ঝাড়গ্রাম মেমু স্পেশাল
৩০. ০৮০৭০ ঝাড়গ্রাম-সাঁতরাগাছি মেমু স্পেশাল
৩১. ০৮১৬০ টাটানগর-খড়গপুর মেমু স্পেশাল
৩২. ০৮০৭১ খড়গপুর-টাটানগর স্পেশাল
৩৩. ০৮০৫০ ঝাড়গ্রাম-খড়গপুর মেমু স্পেশাল
৩৪. ০৮১৫৯ খড়গপুর-টাটানগর মেমু স্পেশাল
৩৫. ০৮০৫৬ টাটানগর-খড়গপুর মেমু স্পেশাল
৩৬. ০৮০৫৩ খড়গপুর-টাটানগর মেমু স্পেশাল

আরও পড়ুন:  Train Cancelled : কুড়মি অবরোধে ফের বাতিল আরও অনেক ট্রেন, দেখুন তালিকা

৩৭. ০৮০৭২ টাটানগর-খড়গপুর স্পেশাল
৩৮. ০৮০৫৯ খড়গপুর-টাটানগর মেমু স্পেশাল
৩৯. ০৮০১৬ ঝাড়গ্রাম-খড়গপুর মেমু স্পেশাল
৪০. ১৮০০৬ জগদলপুর-হাওড়া এক্সপ্রেস
৪১. ১২৮০৯ মুম্বাই সিএসএমটি-হাওড়া মেল
৪২. ১৮৪৭৭ পুরী-যোগনগরী ঋষিকেষ এক্সপ্রেস
৪৩. ১৮৬১৬ হাতিয়া-হাওড়া এক্সপ্রেস
৪৪. ১২৮০১ পুরী-নিউ দিল্লী এক্সপ্রেস
৪৫. ১৮০১১ হাওড়া-আদ্রা-চক্রধরপুর এক্সপ্রেস
৪৬. ১৮০৮৫ খড়গপুর-রাঁচি মেমু এক্সপ্রেস
৪৭. ১৮১১৬ চক্রধরপুর-গোমো মেমু এক্সপ্রেস
৪৮. ১৩৩০১ ধানবাদ-টাটানগর এক্সপ্রেস
৪৯. ১৮১৮৩ টাটানগর-দানাপুর এক্সপ্রেস
৫০. ১২৮৮৩ সাঁতরাগাছি-পুরুলিয়া এক্সপ্রেস
৫১. ১৮০৩৬ হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস
৫২. ১৮০৩৫ খড়গপুর-হাতিয়া এক্সপ্রেস
৫৩. ১৮১৮৪ দানাপুর-টাটানগর এক্সপ্রেস
৫৪. ১২৮৮৪ পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস
৫৫. ১৩৩০২ টাটানগর-ধানবাদ এক্সপ্রেস
৫৬. ১৮০৮৬ রাঁচি-খড়গপুর মেমু এক্সপ্রেস
৫৭. ১৮১১৫ গোমো-চক্রধরপুর মেমু এক্সপ্রেস
৫৮. ১৮০১২ চক্রধরপুর-আদ্রা-হাওড়া এক্সপ্রেস
৫৯. ১৩২৮৭ দুর্গ-রাজেন্দ্রনগর এক্সপ্রেস
৬০. ১২৮২৭ হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস
৬১. ১৮১৮১ টাটানগর-থাবে এক্সপ্রেস
৬২. ১৮১৮২ থাবে-টাটানগর এক্সপ্রেস
৬৩. ১৩২৮৮ রাজেন্দ্রনগর-দুর্গ এক্সপ্রেস
৬৪. ০৮৬৪১ আদ্রা-বরকাকানা মেমু প্যাসেঞ্জার স্পেশাল
৬৫. ০৮৬৪৯ আদ্রা-পুরুলিয়া মেমু স্পেশাল
৬৬. ০৩৫৯৫ বোকারো স্টিল সিটি-আসানসোল মেমু স্পেশাল
৬৭. ০৩৫৯৮ আসানসোল-রাঁচি মেমু স্পেশাল
৬৮. ০৮৬৫০ পুরুলিয়া-আদ্রা মেমু স্পেশাল
৬৯. ০৩৫৯২ আসানসোল-বোকারো স্টিল সিটি মেমু স্পেশাল
৭০. ০৩৫৯৪ আসানসোল-পুরুলিয়া মেমু স্পেশাল
৭১. ০৩৫৯৩ পুরুলিয়া-আসানসোল মেমু স্পেশাল
৭২. ০৮৬৪৭ আদ্রা-বরাভূম মেমু স্পেশাল
৭৩. ০৩৫৯১ বোকারো স্টিল সিটি-আসানসোল মেমু স্পেশাল
৭৪. ০৮৬৪৮ বরাভূম-আদ্রা মেমু স্পেশাল
৭৫. ০৮৬৪২ বরকাকানা-আদ্রা মেমু স্পেশাল
৭৬. ০৩৫৯৬ আসানসোল-বোকারো স্টিল সিটি মেমু স্পেশাল
৭৭. ০৮৬৯৭ ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু স্পেশাল
৭৮. ০৮৬৯৮ পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু স্পেশাল

আরও পড়ুন:  Kharagpur Train Cancel : কুড়মিদের অবরোধ, প্রায় ৫০টি ট্রেন বাতিল খড়গপুর ও আদ্রায়, দেখুন তালিকা

৬ এপ্রিল কিছু ট্রেন সম্পূর্ণ পথ চলবে না-
১২৮২৮ পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস আদ্রা থেকে ছাড়বে
০৮১৭৩ আসানসোল-টাটানগর মেমু স্পেশাল আদ্রা পর্যন্ত চলবে
০৮১৭৪ টাটানগর-আসানসোল মেমু স্পেশাল আদ্রা থেকে ছাড়বে
০৩৫৯৭ রাঁচি-আসানসোল মেমু স্পেশাল আদ্রা থেকে ছাড়বে
০৮৬৫২ আসানসোল-বরাভূম মেমু স্পেশাল আদ্রা পর্যন্ত চলবে
০৮৬৫১ বরাভূম-আসানসোল মেমু স্পেশাল আদ্রা থেকে ছাড়বে
২২৬০৫ পুরুলিয়া-ভিল্লুপুরম এক্সপ্রেস ৭ এপ্রিল যাত্রা শুরু করতে চলা ট্রেনটি আদ্রা থেকে ছাড়বে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ