জয়চণ্ডী পাহাড় , নাম শুনলেই পর্যটকদের চোখের সামনে ভেসে ওঠে সবুজ শ্যামলে ঘেরা এক শৈলসুন্দরী। বছরের বিভিন্ন সময়ে বহু মানুষ ভিড় জমায় এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য। অথচ এই পাহাড়ে যাওয়ার জন্য ছিলনা কোনও স্থায়ী রাস্তা। অবশেষে একদিকে স্থানীয় বাসিন্দা অন্য দিকে পর্যটকদের দীর্ঘদিনের দাবি পূরণ করে। আজ একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে জয়চণ্ডী পাহাড়ে যাওয়ার জন্য পাকা রাস্তা তৈরির শুভ সূচনা করা হয়।

জনপ্রিয় খবর:  Purulia : প্রথম হয়েও নেই সরকারি সম্বর্ধনা! পুরুলিয়ার ছাত্রীকে 'সরকারি' উপেক্ষা