Abhishek Banerjee : “নিজেদের মধ্যে রেষারেষি করতে গিয়ে দলের ক্ষতি করবেন না”, বার্তা অভিষেকের

Abhishek Banerjee : "নিজেদের মধ্যে রেষারেষি করতে গিয়ে দলের ক্ষতি করবেন না", বার্তা অভিষেকের

 

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
পশ্চিম মেদিনীপুরের আনন্দপুরে তৃণমূলের মহা সমাবেশ থেকে একাধিক বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কেশপুরে দলের গোষ্ঠী কোন্দল থেকে দলের আভ্যন্তরীণ রেষারেষি, পঞ্চায়েত নির্বাচন থেকে বিরোধী, সব বিষয়েই নিজের বক্তব্য রাখেন অভিষেক (Abhishek Banerjee)।

এই দিন নিজের বক্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “কেশপুরের গোষ্ঠীকোন্দল নিয়ে যারা কথা বলছিলেন, এই সভা থেকে শিক্ষা নেওয়া উচিত।” তিনি আরও বলেন, “যে ভালবাসা আমাকে দিয়েছেন, আগামীতে সুদ সমেত উন্নয়ন মারফত ফেরত দেবো।” “৯০ দশকের লড়াই, কংগ্রেসের হাত ধরে সিপিএমের বিরুদ্ধে লডাই করেছিল তৃণমূল। বোম বন্দুককে উপেক্ষা করে আপনারা লড়াই করেছেন। হার্মাদ বাহিনীরা এখন বিজেপিতে যোগদান করেছেন, কেশপুরের মানুষ চেনেন করা প্রকৃত পক্ষে কোন দলের সাথে যুক্ত।” সেই সঙ্গে হুঁশিয়ারি দেন, “যারা তৃণমূলকে ভুল বুঝিয়ে স্বার্থ চরিতার্থ করতে দলের সাথে যুক্ত রয়েছেন, তাদের হুঁশিয়ারি!”

আরও পড়ুন:  মেদিনীপুর শহরে কুষ্ঠ বিরোধী পদযাত্রা, উদ্যোগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি

দলীয় কর্মীদের বার্তা দিয়ে বলেন, “কোন অঞ্চল সভাপতি কোন কাজ করছেন তার সব খবর আমার কাছে আছে, আগের সভার থেকে শিক্ষা নিন। নিজেদের রেষারেষিতে যদি দলের ক্ষতি হয় তাহলে ফল অনেক খারাপ হবে।” বলেন, “পঞ্চায়েত প্রার্থী শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন, ব্লক সভাপতি বা অঞ্চল সভাপতি নয়! মানুষ যাকে চাইবে তাঁকেই প্রার্থী করা হবে।” “যারা ভাববেন ক্ষমতা দখল করে দলের হয়ে কাজ করবেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। অদৃশ্য চোখ সবার ওপর নজর রাখছে।

আরও পড়ুন:  শালবনীতে গণবিবাহ, বাল্য বিবাহ ও নারী পাচার প্রতিরোধে উদ্যোগ

কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে অভিষেক অভিযোগ করেন, “আবাস যোজনা, ১০০ দিনের টাকা বন্ধ, ১৭ লক্ষ পরিবারের টাকা আটকে। আবাস যোজনার ১১ লক্ষ পরিবারকে টাকা দেওয়ার কথা। ২৮ নভেম্বর কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে টাকা দেওয়া হবে, ইতিমধ্যেই সেই নামের তালিকা দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। তবুও এখনো গায়ের জোরে সেই টাকা আটকে রেখেছে।” পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ হবে বার্তা দিয়ে বিরোধীদের উদ্দেশ্যে তৃণমূল নেতা বলেন, “সরাসরি অভিষেকের’ নম্বর দিয়ে যাচ্ছি নমিনেশন না জমা দিতে পারলে আমায় ফোন করুন 7887778877। আমি করে দেবো।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ