BRAKING NEWS

Kurmi : অভিষেকের কনভয়ে হামলার জের, আটক একাধিক, চক্রান্তের অভিযোগ কুড়মিদের

শুক্রবার রাতে ঝাড়গ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক গাড়ি ও মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়িতে হামলার অভিযোগ উঠেছে আন্দোলনরত কুড়মিদের বিরুদ্ধে। সেই ঘটনায় একাধিক ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলে খবর সূত্রের। চলছে জিজ্ঞাসাবাদ। অন্যদিকে কুড়মিদের তরফে মন্ত্রীর গাড়ি ও অভিষেকের কনভয়ে হামলার অভিযোগ অস্বীকার করে চক্রান্তের অভিযোগ আনা হয়েছে।

শুক্রবার ঝাড়গ্রাম শহরে নবজোয়ার কর্মসূচির রোড শো শেষ করে লোধাশুলি আসার পথে ঝাড়গ্রাম ব্লকের অন্তর্গত শালবনী এলাকায় পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর কুড়মিদের বিক্ষোভের মুখে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। “চোর! চোর” স্লোগান সহ বিক্ষোভ দেখাতে থাকেন কুড়মি সংগঠনের আন্দোলনকারীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের শেষের দিকে মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়ি ছিল। অভিযোগ, মন্ত্রীর গাড়ি ও কনভয়ের অন্যান্য গাড়ি লক্ষ্য করে উড়ে আসে ইঁট পাটকেল। তৃণমূল কর্মী সমর্থকদের গাড়িতে লাঠি হামলা চালানো হয় বলেও অভিযোগ। মন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে যায়। কাঁচ ভেঙে চোখে ঢুকে আহত হয়েছেন এক ব্যক্তি।

এরপরেই রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিক্ষোভকারীদের মুখে ‘জয় শ্রীরাম’ স্লোগান শুনেছেন তিনি। হামলার বিষয়ে আগামী ৪৮ ঘন্টার মধ্যে কুড়মি আন্দোলনকারীদের বিবৃতির দাবি জানান তিনি। কুড়মি আন্দোলনকারীদের তরফে অজিত মাহাতো জানিয়েছেন, কুড়মিরা সাংবিধানিক আন্দোলনে বিশ্বাসী। তাঁর অভিযোগ, কুড়মি আন্দোলনকে কালিমালিপ্ত করার চক্রান্ত হচ্ছে। তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন। অন্যদিকে শুক্রবার রাতের ঘটনার প্রেক্ষিতে পুলিশ একাধিক ব্যক্তিকে আটক করেছে বলে খবর সূত্রের। তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা আনা হচ্ছে, চলছে জিজ্ঞাসাবাদ।

Leave a Reply