BRAKING NEWS

অভিষেকের সভায় বিজেপির ‘বড় নাম’ যোগদানের জল্পনা

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
আগামী ৪ ঠা ফেব্রুয়ারি, পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের আনন্দপুরে আনন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে দলের সমাবেশ করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে জেলার রাজনৈতিক অঙ্গনে জল্পনা, বিজেপির একাধিক ‘বড় নাম’ এইদিন তৃণমূলে যোগ দিতে চলেছেন।

শুক্রবার সমাবেশের বিষয় খতিয়ে দেখতে আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ পরিদর্শন করেন পুলিশ সুপার দীনেশ কুমার সহ একাধিক প্রশাসনিক আধিকারিক ও তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতির দাবি, “এ যাবৎ কালের সবথেকে বড় রাজনৈতিক সমাবেশ হতে চলেছে এবং প্রায় ২লক্ষ মানুষ উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে।” সেই সঙ্গে বিজেপির একাধিক বড় নামের দলবদলের সম্ভাবনা সম্পর্কে জল্পনা উষ্কে দিয়ে তিনি জানিয়েছেন, “বিধায়ক স্তরের অনেকেই যোগদানের সম্ভাবনা রয়েছে।” যদিও এই বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু জানাননি।

চন্দ্রকোনায় দুর্ঘটনায় স্কুলের মারুতি ভ্যান, আহত ছাত্রী