BRAKING NEWS

Paschim Medinipur : অভিষেকের সভার সম্ভাবনা শালবনী স্টেডিয়ামে, যেতে পারেন ক্ষুদিরামের জন্মস্থান

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

রাজ্য নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের ২৭ তারিখ পশ্চিম মেদিনীপুরে আসছে নব জোয়ার যাত্রা। তারই আগে অভিষেকের সম্ভাব্য সভাস্থল শালবনী স্টেডিয়াম পর্যবেক্ষণ করলেন জেলার পুলিশ সুপার ও অন্যান্য আধিকারিকরা।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রামের পর পশ্চিম মেদিনীপুর আসবে তৃণমূলের নবজোয়ার যাত্রা। ২৭ মে শালবনী স্টেডিয়ামে হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অধিবেশন এবং দলের ভোট দান প্রক্রিয়া। তারই আগে শালবনী স্টেডিয়াম পরিদর্শন করে সরেজমিনে খতিয়ে দেখলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

আরও জানা গিয়েছে, আগামী ২৮ মে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মস্থানে শ্রদ্ধা জানাতে পারেন অভিষেক। মঙ্গলবার বিকেলে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটে পরিদর্শনে আসেন কেশপুর ও আনন্দপুর থানার পুলিশ আধিকারিকরা। তৃণমূলের সাধারণ সম্পাদক শহীদ ক্ষুদিরাম বসুর জন্মস্থানের কোন কোন জায়গায় যেতে পারেন সে বিষয়ে বসু পরিবারের সদস্যদের আলোচনাও করেন আধিকারিকরা।

Leave a Reply