রবিবার বিকেলে মেদিনীপুরের উপকন্ঠে ধর্মা সংলগ্ন কোলসান্ডা এলাহিগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণহীন একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহী যুবকের। ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
- Advertisement -
জানা গিয়েছে, মেদিনীপুর শহরের কুমোরপাড়া সেতুয়ালেন এলাকার বাসিন্দা ভোলানাথ রায় (৪৪) বাইকে কেশপুরের দিক থেকে মেদিনীপুর শহরের দিকে আসছিলেন। সেই সময় ধর্মা সংলগ্ন কোলসান্ডা এলাহিগঞ্জ এলাকায় একটি ট্রাক তাঁকে মুখোমুখি ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ভোলানাথের মৃত্যু হয়।
কিছু পরেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হলেও, চালক পলাতক।