BRAKING NEWS

Medinipur Aircraft : যুদ্ধবিমান থেকে খসে পড়লো যন্ত্রাংশ, আতঙ্ক সিওরবনীর জঙ্গলে, উদ্ধার বায়ুসেনার

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

সোমবার বিকেল তিনটা-সাড়ে তিনটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার অধীন সিওরবনীর জঙ্গলে বিকট শব্দ। আকাশ থেকে খসে পড়ে কোনো যন্ত্রাংশের ন্যায় বস্তু। নিমেষে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় পুলিশে৷ পুলিশ অনুমান করে বস্তুটি যুদ্ধবিমানের কোনো যখন যন্ত্রাংশ। সেই হিসাবে খবর যায় নিকটস্থ কলাইকুন্ডা এয়াসবেসে বায়ুসেনার কাছে।

বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, খসে পড়া ধাতব বস্তুটি যুদ্ধ বিমানের অতিরিক্ত জ্বালানি ট্যাঙ্ক। এইদিন রুটিন ট্রেনিং এর পর একটি মিগ ২৯ যুদ্ধবিমান কলাইকুন্ডা এয়ারবেসে ফিরে আসার সময় কোনোভাবে অতিরিক্ত জ্বালানি ট্যাঙ্কটি খসে পড়ে। কিন্তু জঙ্গলাকীর্ণ এলাকায় খসে পড়ায় কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বায়ুসেনা কর্মীরা এলাকায় উপস্থিত হয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। তারপর প্রশাসন ও পুলিশের সহযোগীতায় খসে পড়া অতিরিক্ত জ্বালানি ট্যাঙ্কটি কলাইকুণ্ডা এয়ারবেসে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। বায়ুসেনার কর্মীদের একটি বিশেষ দল দক্ষতা ও তৎপরতার সঙ্গে সাবধানতার সঙ্গে কাজটি সম্পন্ন করে।

Leave a Reply