BRAKING NEWS

Jhargram : শিশু শিক্ষা কেন্দ্রের ছাদ নেই ১৫ বছর পরেও, যত্রতত্র বাড়ির উঠোনে ক্লাস

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
দীর্ঘ ১৫ বছরেরও অধিক সময় অতিক্রান্ত। এত বছরেও ঠিকানাহীন শিশু শিক্ষা কেন্দ্র। পঠন পাঠনের জন্য জোটেনি ছাদ। ফলে যত্রতত্র লোকের বাড়ির উঠোনে চলছে কচিকাঁচাদের ক্লাস। ঘটনাটি ঝাড়গ্রাম বিধানসভার লালগড় ব্লকের বিনপুর অঞ্চলের ভালুকায় এক অঙ্গনওয়াড়ি শিশু শিক্ষা কেন্দ্রের।

জানা গিয়েছে, বছর ১৫ আগে ২০০৭ সালে বিনপুর-১ সুসংহত শিশুবিকাশ সেবা প্রকল্পের অধীনে বিনপুর অঞ্চলের ভালুকায় এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ে ওঠে৷ কিন্তু এত বছর পরেও স্থায়ী ঠিকানা না মেলায় শিশু পড়ুয়াদের পঠনপাঠন চলে স্থানীয় বাসিন্দাদের বাড়ির উঠোনে। অভিভাবকদের বক্তব্য, মিড লে মিলের জিনিসপত্র রাখা থেকে দিদিমণিদের পড়ানো সব কিছুই চলে স্থানীয় বাসিন্দাদের উঠোনে।

Jhargram : পুড়ে ছাই মাটির সৃষ্টি প্রকল্পে তৈরি ফলের বাগান, উঠছে আগুন লাগানোর অভিযোগ

অভিযোগ, এই সমস্যার বিষয়ে প্রশাসনের কাছে একাধিক বার জানানো হলেও সুরাহা হয়নি। ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়ালের তরফে জানা গিয়েছে, এলাকায় সরকারি জায়গা না মেলায় এবং বেসরকারি ভাবেও কেউ অঙ্গনওয়ারি কেন্দ্রের জন্য জমি না দেওয়ায় স্থায়ী ঠিকানা গড়ে তোলা যায়নি। জায়গা পাওয়া গেলেই ভবন বানিয়ে দেওয়া হবে বলে আশ্বাস তাঁর।

Jhargram : পুড়ে ছাই মাটির সৃষ্টি প্রকল্পে তৈরি ফলের বাগান, উঠছে আগুন লাগানোর অভিযোগ