BRAKING NEWS

Keshpur TMC : ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, রক্তাক্ত কেশপুর

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রক্তাক্ত হল পশ্চিম মেদিনীপুরের কেশপুর। কেশপুরের দোগাছিয়া গ্রামে শনিবার সন্ধ্যার এই ঘটনায় দুই গোষ্ঠীর মোট ১০ জন আহত হয়েছেন বলে খবর।

জানা গিয়েছে, গ্রামের একটি দিঘী সম্প্রতি মাছ চাষের জন্য লিজ দেওয়া হয়। লিজের মূল্য ৩৭ লক্ষ টাকা। অভিযোগ, সেই টাকার দখল নিয়ে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে বিরোধের সৃষ্টি। এরপর শনিবার গ্রামের একটি ধর্মীয় জলসার রান্নার আয়োজন করা হয় গ্রামস্থ তৃণমূল কার্যালয়ের সামনে। একটি গোষ্ঠী তৃণমূল কার্যালয়ের সামনে রান্নায় বাধা দিলে তা নিয়েই সংঘর্ষের সূত্রপাত। ঘটনায় দুই গোষ্ঠীর ১০ জন আহত হয়েছেন। আক্রান্ত হয়েছেন কেশপুর ব্লক তৃণমূলের সহ-সভাপতি জাহাঙ্গীর খান। আশঙ্কাঅবস্থায় ছয় জন চিকিৎসাধীন কেশপুর হাসপাতালে। ইতিমধ্যে দু’জনকে স্থানান্তরিত করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

Ice Fall at Medinipur : বরফের বিশাল খণ্ড আকাশ থেকে মাটিতে, ডেবরায় চাঞ্চল্য