Elephant Attack Jhargram : হাতির আক্রমণ হয়েই চলেছে! চাঁদাবিলা গ্রামে আহত এক

Elephant Attack Jhargram : হাতির আক্রমণ হয়েই চলেছে! চাঁদাবিলা গ্রামে আহত এক

হাতির আক্রমণ থেকে যেন রেহাই নেই জঙ্গলমহলের। সোমবার রাতের ঘটনার পর ফের মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম জেলার হাতির আতঙ্ক। হাতির হানায় আহত হয়েছেন একজন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে নয়াগ্রাম থানার চাঁদাবিলা রেঞ্জের চাঁদাবিলা বটে৷

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে নয়টা নাগাদ চাঁদাবিলাতে হাতির আক্রমণের মুখে পড়েন কার্তিক রানা নামে এক ব্যক্তি। তিনি গুরুতর আহত হয়েছেন বলে খবর। এর আগে কলাইকুন্ডা রেঞ্জে সাঁকরাইল ব্লকে বাকড়া বিটে সোমবার সন্ধ্যায় ০৮:২০ নাগাদ হাতির আক্রমণে মৃত্যু হয় এক ব্যক্তির। নিহত ব্যক্তির নাম সুজিত মাহাতো এবং বাড়ি ঝাড়গ্রাম জেলার ইন্দ্রখাড়ায়। একের পর এক হাতির আক্রমণের ঘটনায় আতঙ্কে সাধারণ মানুষ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বন দফতরের উপর বাড়ছে ক্ষোভ। প্রশ্ন উঠছে বন দফতরের ভূমিকা নিয়েও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ