BRAKING NEWS

Elephant Attack : খুনে হাতির আতঙ্ক মেদিনীপুর ও ঝাড়গ্রামে, সোমবার জখম দুই জন

খুনে হাতির আতঙ্ক মেদিনীপুর ও ঝাড়গ্রামে। দাঁতালের হানায় ঝাড়গ্রামের নয়াগ্রাম ও সাঁকরাইলে দুই জনের মৃত্যু হয়েছিল। গত রবিবার সকালে পশ্চিম মেদিনীপুরের মুড়াকাটা এলাকায় মহুয়া ফুল সংগ্রহে গিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয় হাতির আক্রমণে। এবার সোমবার সকালে শালবনীর কিসমত বনকাটি গ্রামে হাতির হামলায় আহত হয়েছেন দুই জন। গ্রামবাসীদের দাবি এক খুনে দাঁতাল ঘটনাগুলি ঘটাচ্ছে৷ বিষয়টি খতিয়ে দেখছে বন দফতর৷

সোমবার সকালে শালবনীর কিসমত বনকাটি গ্রামে পাশে কাঠ সংগ্রহে গিয়ে হাতির আক্রমণের শিকার হন এক মহিলা। এর কিছু পরে একই এলাকায় এক যুবক হাতির আক্রমণের বিষয়ে অবগত না হয়েই প্রাতঃকৃত্য সারতে গিয়ে হাতির আক্রমণে আহত হন। আহত মহিলা মঞ্জু সিং ও যুবক মুক্তিপদ রায়কে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

গ্রামবাসীদের একাংশের অভিযোগ, একটি খুনে দাঁতাল পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হামলা চালাচ্ছে৷ যদিও বন দফতরের তরফে এই দাবির স্বীকৃতি মেলেনি। বন দফতর বিষয়টি খতিয়ে দেখছে। যদিও গ্রামবাসীরা বন দফতরের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাঁদের অভিযোগ, বন দফতর হাতির হামলা আটকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না। অন্যদিকে বিধায়িকা জুন মালিয়ার উপস্থিতিতে মুড়াকাটায় হাতির হামলায় মৃতা বৃদ্ধার পরিবারের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দেয় বন দফতর৷

 

Leave a Reply