Train Cancelled : কুড়মি অবরোধে ফের বাতিল আরও অনেক ট্রেন, দেখুন তালিকা

Train Cancelled : কুড়মি অবরোধে ফের বাতিল আরও অনেক ট্রেন, দেখুন তালিকা

পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানার খেমাশুলি এবং পুরুলিয়ার কুস্তাউর রেলস্টেশনে কুড়মি সমাজের তরফে শুরু হয়েছে রেল অবরোধ। স্তব্ধ হয়ে পড়েছে জঙ্গলমহলের রেল যোগাযোগ। আগাম কর্মসূচি অনু্যায়ী, মঙ্গলবার রাতে ৪৮টি ট্রেন বাতিল ঘোষণা করেছিল দক্ষিণ-পূর্ব রেল। বুধবার ফের বহু ট্রেন বাতিলের ঘোষণা করা হল। দেখে নিন সংশোধিত বাতিল ট্রেনের তালিকা –

আগেই ঘোষিত ৫ এপ্রিল বাতিল ৪৮টি ট্রেনের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

নতুন ভাবে ৫ এপ্রিল বাতিল ট্রেনের তালিকা –

১. ০৮৬৪৮ আদ্রা-বরাভূম মেমু স্পেশাল
২. ০৩৫৯৬ আসানসোল-বোকারো স্টিল সিটি মেমু স্পেশাল বাতিল
৩. ২৮১৮১ টাটা-কাটিহার জংশন এক্সপ্রেস বাতিল
৪. ০৮১৫৯ খড়গপুর-টাটা মেমু স্পেশাল বাতিল
৫. ০৮০৫৬ টাটা-খড়গপুর মেমু স্পেশাল বাতিল
৬. ০৮০৫৩ খড়গপুর-টাটা মেমু স্পেশাল বাতিল
৭. ১৮০৩০ শালিমার-লোকমান্য তিলক টার্মিনাল এক্সপ্রেস বাতিল
৮. ০৮০৭২ টাটা-খড়গপুর প্যাসেঞ্জার স্পেশাল বাতিল
৯. ০৮০৫৯ খড়গপুর-টাটা মেমু স্পেশাল বাতিল
১০. ১২৮১০ হাওড়া-মুম্বাই সিএসএমটি মেল বাতিল
১১. ০৮০১৬ ঝাড়গ্রাম-খড়গপুর মেমু স্পেশাল বাতিল
১২. ২০৮২৮ সাঁতরাগাছি-জবলপুর হামসফর এক্সপ্রেস বাতিল
১৩. ১৩২৮৮ রাজেন্দ্রনগর-দুর্গ সাউথ বিহার এক্সপ্রেস বাতিল (৬ এপ্রিল)
১৪. ১৮৬১৬ হাতিয়া-হাওড়া এক্সপ্রেস বাতিল
১৫. ১২৮০১ পুরী-নিউ দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস বাতিল
১৬. ২২১৬৯ রাণী কমলাপতি-সাঁতরাগাছি সাপ্তাহিক হামসফর এক্সপ্রেস বাতিল
১৭. ১২২৬১ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস-হাওড়া দুরন্ত এক্সপ্রেস বাতিল
১৮. ১২৮০২ নিউ দিল্লি-পুরী পুরুষোত্তম এক্সপ্রেস বাতিল

আরও পড়ুন:  Kurmi : খেমাশুলিতে ‘ঘাঘর ঘেরা’, স্তব্ধ জাতীয় সড়ক, রেল বন্ধ হওয়ার আশঙ্কা, ‘রাজ্য বিষয়টি দেখছে’ জানালেন ডিএম

আংশিক চলা ট্রেনের তালিকা –
১. ০৮৬৫২ আসানসোল-বরাভূম মেমু স্পেশাল আদ্রা পর্যন্ত চলবে
২. ০৮৬৫১ বরাভূম-আসানসোল মেমু স্পেশাল আদ্রা থেকে ছাড়বে
৩. ১২৮২৭ হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস আদ্রা পর্যন্ত চলবে
৪. ০৮৬৫২ আসানসোল-বরাভূম মেমু স্পেশাল আদ্রা পর্যন্ত চলবে
৫. ২২৬০৬ ভিল্লুপুরম-পুরুলিয়া সুপার ফাস্ট এক্সপ্রেস আদ্রা পর্যন্ত চলবে (৬ এপ্রিল)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ