BRAKING NEWS

Vidyasagar University : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি এআইডিএসও-র

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

রাজ্যে ৮২০৭ টি সরকারি স্কুল তুলে দেওয়া হতে পারে বলে অভিযোগ এনে রাজ্যের শিক্ষাঙ্গনে প্রতিবাদে নেমেছিল এআইডিএসও। সেই সঙ্গে শূন্য পদে দ্রুত স্বচ্ছ নিয়োগের দাবিতে গত ১০ই মার্চ ছাত্র সংগঠন এআইডিএসও’র ধর্মঘটেরও ডাক দেয়। যা ঘিরে মেদিনীপুর সহ সারা রাজ্যের একাধিক স্থানের শিক্ষাঙ্গন উত্তপ্ত হয়। ডিএসও র তরফে শাসক দল তৃণমূলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়৷ এবার তারই বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালিত হল ডিএসও-র তরফে।

Paschim Medinipur SP : জেলার পুলিশ সুপার পরিবর্তন, ধৃতিমান সরকার আসছেন পদে

সাধারণ ছাত্র-ছাত্রীরা ধর্মঘটে সমর্থনের জন্য অভিনন্দন জানিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ এনে সোমবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করলো এআইডিএসও। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক তনুশ্রী বেজ, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তাপস জানা প্রমুখরা।

সংগঠনের তরফে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, মেদিনীপুর কলেজ সহ রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষকদের উপরে তৃণমূলের সংগঠিত আক্রমণের অভিযোগ এনে ধিক্কার জানানো হয়। মিছিল এবং সভা থেকে দাবি ওঠে, “সরকারি সন্ত্রাস নয়, সরকারি শিক্ষা চাই, সরকারি চাকরি চাই।” আগামী দিনেও নিজেদের দাবি নিয়ে আন্দোলনে জনসাধারণের সাহায্য ও সমর্থন প্রার্থনা করেন সংগঠনের জেলা সম্পাদক তনুশ্রী বেজ।

Paschim Medinipur : পিংলার দুজিপুরে চাঞ্চল্যকর চুরি, খোয়া গেল ২৫ ভরি সোনা ও ৮০ হাজার টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *