চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
মেদিনীপুর কলেজ ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সিপিআইএম আমলে বিনা ইন্টারভিউয়ে শত শত চাকরি দেওয়ার অভিযোগ আনলেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে অভিযোগের পাশাপাশি তদন্তের দাবিও জানিয়েছেন তিনি।
সাংবাদিক বৈঠকে বৃহস্পতিবার একযোগে সিপিএম ও বিজেপি-কে কটাক্ষ করেন অজিত মাইতি। সিপিএমের প্রতি তাঁর কটাক্ষ, “অনেক সিপিএম নেতারা নেচেছে তৃণমূল নিয়োগ দুর্নীতিতে যুক্ত বলে। নিয়োগ দুর্নীতিকে আমরা সমর্থন করি না। আইন আইনের পথে চলবে।” তাঁর প্রশ্ন,”সুজন চক্রবর্তীর স্ত্রী ইন্টারভিউ ছাড়া চাকরি পেয়েছেন কেন?” তাঁর অভিযোগ, “সুশান্ত ঘোষের পরিবার ৫টি চাকরি পেয়েছে ইন্টারভিউ ছাড়া। তার বাড়ির কুকুর বিড়ালগুলো পর্যন্ত পেয়েছে। ঘাটালের সিপিএম নেতা ইসরায়েইল ৬ খানা চাকরি, মেদিনীপুরের এক সিপিএম নেতা ৬ খানা চাকরি দিয়েছে।”
অজিত মাইতির বিস্ফোরক অভিযোগ, “বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ৩০০ জনকে সিপিএম চাকরি দিয়েছে ইন্টারভিউ ছাড়া। মেদিনীপুর কলেজে একসময় ৮২ জনকে চাকরি দিয়েছে ইন্টারভিউ ছাড়া।” এছাড়াও নাম না করে দিলীপ ঘোষের বিরুদ্ধেও রেলওয়েতে বহু জনকে অবৈধভাবে চাকরি দেওয়ার অভিযোগ এনেছেন তিনি।