অক্ষয় ভগৎ! গিনেস বুকে নাম তোলা পুরুলিয়ার যুবক সাইকেলে বিশ্বভ্রমণে, ভ্রুকুটি আর্থিক অসঙ্গতি

অক্ষয় ভগৎ! গিনেস বুকে নাম তোলা পুরুলিয়ার যুবক সাইকেলে বিশ্বভ্রমণে, ভ্রুকুটি আর্থিক অসঙ্গতি

লড়াইটা শুরু হয়েছিল বাল্য বিবাহের বিরুদ্ধে। মানুষকে এই সামাজিক ব্যাধি থেকে সচেতন করতে দুই পেয়ে সাইকেল নিয়ে বের হয়েছিলেন পুরুলিয়ার বুড়দা গ্রামের যুবক অক্ষয় ভগৎ। এরপর অতিক্রম করেছেন একাধিক বাধা, সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছেন সমাজের বিভিন্ন স্তরে। ৪০১ দিনে সম্পন্ন করেছিলেন ভারত ভ্রমণ। প্রায় ২৮ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে নাম তুলেছিলেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের পাতায়।

এখানেই শেষ নয়। দুই চাকার অবলম্বন সাথে নিয়ে একটি দলের সাথে বের হয়েছিলেন ল্যান্ড অফ হাই পাস, লাদাখের উদ্দেশ্যে। তারপর পৌঁছেছেন বিশ্বের সবথেকে উঁচু মোটরেবল পাস, সমুদ্রপৃষ্ঠ থেকে ১৯৩০০ ফুট উঁচু উমলিঙ লাতে। প্রথম বাঙালি হিসেবে সাইকেলে এই স্থানে যাওয়ার কৃতিত্ব অর্জন করেন অক্ষয়।

এবার লক্ষ আরও বড়, পথ আরও দুর্গম। সাইকেলকে সাথী করে বিশ্বভ্রমনে চলেছেন অক্ষয়। বিশ্বের দরবারে পৌঁছে দেবেন সমাজ সচেতনতার বার্তা। তাঁর প্রথম গন্তব্য ইজিপ্ট। তারপর প্রথমে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ ঘুরে ইউরোপ। সবশেষে এশিয়া। বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক স্তরের মানুষের সাহায্য ও শুভেচ্ছা পেলেও ভ্রুকুটি বিস্তার করছে অর্থনৈতিক অস্বাচ্ছন্দ্য। তবুও বিশ্বের দরবারে দেশের, সমাজের ও বাংলার বার্তা পৌঁছে দিতে বদ্ধপরিকর দুই চাকার যাত্রী, বাঘমুণ্ডি ব্লকের প্রত্যন্ত বুড়দা গ্রামের যুবক অক্ষয় ভগৎ।

সচেতন মানুষজন অক্ষয়ের উদ্দেশ্যে নিজেদের অর্থনৈতিক সাহায্য ও শুভেচ্ছা পৌঁছে দিতে যোগাযোগ করতে পারেন নিম্নলিখিত ফোন নম্বরে-
+91 73648 95795

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ