BRAKING NEWS

Paschim Medinipur : কৃষক সভার ডাকে আলু চাষিদের বিক্ষোভ, চন্দ্রকোনা রোডে রাস্তায় আলু ঢেলে প্রতিবাদ

Paschim Medinipur : কৃষক সভার ডাকে আলু চাষিদের বিক্ষোভ, চন্দ্রকোনা রোডে রাস্তায় আলু ঢেলে প্রতিবাদ, GNE BANGLA

মাঠে মাঠে আলু ওঠা প্রায় শেষ। কিন্তু নতুন আলুর দাম বেশ কম। অনেকেই ঋণ নিয়ে করেছেন আলু চাষ। ফলে পর্যাপ্ত দাম না মিললে চূড়ান্ত আর্থিক সমস্যার সম্মুখীন হবেন চাষিরা। প্রতি কুইন্টাল আলু চাষিদের থেকে ১০০০ টাকা দরে সরকারকে কেনার দাবি সহ একাধিক দাবি নিয়ে আন্দোলনে নামলো বাম সংগঠন কৃষক সভা।

গত বছর আলুর ফলন ভালো হয়েছিল। এবছর নতুন আলু ওঠা পর্যন্তও পর্যাপ্ত পরিমাণ আলু ছিল কোল্ড স্টোরেজগুলিতে। শেষে প্রশাসনের তরফে কোল্ড স্টোরেজ খালি করার বার্তা দেওয়া হয়েছিল। এই বছরেও আলুর ফলন ভালো হওয়ায় পর্যাপ্ত মূল্য না পাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। বাম সংগঠন সর্বভারতীয় কৃষক সভার ডাকে আন্দোলনে নামলেন পশ্চিম মেদিনীপুর জেলার সদস্যরা। সংগঠনের দাবি, কোনো রকম দলাদলি ছাড়া সহায়ক মূল্যে সরকারকে চাষিদের কাছ থেকে আলু ক্র‍য় করতে হবে, প্রতি কুইন্টাল আলু চাষিদের থেকে ১০০০ টাকা দরে ক্রয় করতে হবে এবং আলু অন্যান্য রাজ্যে রপ্তানির জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে হবে৷ এই দিন কৃষক সভার তরফে চন্দ্রকোনারোডে ৬০ নম্বর জাতীয় সড়কে রাস্তায় আলু ফেলে প্রতিবাদ করা হয়।

Medinipur Weather : বসন্তের বৃষ্টিনির্ঘোষ! ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ভিজবে বৃষ্টিতে