Medinipur : সেলস রিপ্রেজেনটেটিভদের রাজ্য সম্মেলন, ন্যূনতম মজুরি সহ একাধিক দাবি গৃহীত

Medinipur : সেলস রিপ্রেজেনটেটিভদের রাজ্য সম্মেলন, ন্যূনতম মজুরি সহ একাধিক দাবি গৃহীত

 

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
পশ্চিমবঙ্গ সারা রাজ্য সেলস রিপ্রেজেনটেটিভ ইউনিয়নের ৪৭ ও ৪৮ তম রাজ্য সম্মেলন মেদিনীপুরের শহীদ প্রদ্যোৎ ভট্টাচার্য্য স্মৃতি সদনে। ১১ ও ১২ ই ফেব্রুয়ারি দুই দিন ব্যাপি এই সম্মেলন চলবে। সারা রাজ্যের সমস্ত জেলা থেকে প্রায় ২০০০ জন সদস্য নেতৃত্ব এই সম্মেলনে যোগদান করেছেন।

আরও পড়ুন:  Medinipur : “অর্পিতা নায়েককে হারাতে চক্রান্ত হয়েছিল”, সৌমেন খানের বক্তব্যে ফের বিতর্ক

সম্মেলনে সংগঠনের তরফে একাধিক দাবি তোলা হয়েছে। কেন্দ্রীয় শ্রম আইন পরিবর্তন, জীবনদায়ী ঔষধ ভ্যাকসিন ও মেডিকেল ডিভাইসের উপর জিএসটি লাগু, বিভিন্ন বহুজাতিক কোম্পানিগুলির গন ছাঁটাই এর প্রতিবাদ জানানো হয়েছে সম্মেলনে। সেই সঙ্গে মেডিকেল রিপ্রেজেনটেটিভদের ন্যূনতম মজুরির দাবি রাজ্য সরকারের কাছে জানানোর ঘোষণা গৃহীত হয়েছে। নিজেদের দাবীসমূহ নিয়ে সংগঠনের তরফে এইদিন মেদিনীপুরে পথ পরিক্রমার কর্মসূচি রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ