সামনেই তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। তার আগে শুক্রবার উত্তাল হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা। তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চলে। এলাকায় বোমাবাজিও হয়। অভিযোগ উঠেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের।
- Advertisement -
গড়বেতার খড়কুসমা এলাকায় শুক্রবার সকাল থেকে সংঘর্ষ শুরু হয়। তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর হয়। বোমা বাজিও চলে। লাঠি, বল্লাম নিয়ে হাতাহাতিতে জড়ান সমর্থকেরা। এলাকা থেকে উদ্ধার হয় তাজা বোমা। অতিরিক্ত পুলিশ সুপার (সদর)-এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ, এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়েছে।