BRAKING NEWS

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খেমাশুলি অর্জুন পল্লী উন্নয়নী জ্ঞানমন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খেমাশুলি অর্জুন পল্লী উন্নয়নী জ্ঞানমন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, GNE BANGLA

দুই দিন ধরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল খেমাশুলি অর্জুন পল্লী উন্নয়নী জ্ঞানমন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ্ত বধুক আনুষ্ঠানিক উদ্বোধন করার পর দুই দিন ধরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল খেমাশুলি অর্জুন পল্লী উন্নয়নী জ্ঞানমন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। এরপর স্কুলে সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে। আগামী ৩১ শে জানুয়ারী বিদ্যালয়ে সরস্বতী পুজোর খাওয়াদাওয়া এবং বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।

মেদিনীপুরের ১০ মাইল দৌড় ৫৮ তম বর্ষে, উদ্যোগে মেদিনীপুর অ্যাথলেটিক ক্লাব

স্কুলের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্ত ভাবে বার্ষিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি বিনোদ বিহারী মাহাতো প্রমুখরা। সমগ্ৰ প্রতিযোগিতাটি পরিচালনা করেন বিদ্যালয়ের শারীরশিক্ষা বিভাগের শিক্ষক গৌতম কুমার ভকত ও শিক্ষিকা শ্রাবণী দোলই।