Kurmi Arrest : ফের গ্রেপ্তার কুড়মি আন্দোলনকারী, পুলিশি অত্যাচারের অভিযোগ, ৬ জুন কুড়মি সমাবেশ

Kurmi Arrest : ফের গ্রেপ্তার কুড়মি আন্দোলনকারী, পুলিশি অত্যাচারের অভিযোগ, ৬ জুন কুড়মি সমাবেশ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ও বিরবাহা হাঁসদার গাড়িতে হামলার ঘটনায় ফের গ্রেপ্তার। বুধবার ঝাড়গ্রাম থানার পুলিশ গ্রেপ্তার করেছে ধনঞ্জয় ওরফে জয় মাহাতো নামে এক যুবককে। সব মিলিয়ে ঐ ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা হল ১০। অন্যদিকে কুড়মি আন্দোলনকারী ও নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও পুলিশি হেনস্থার অভিযোগ এনে আগামী ৬ জুন ঝাড়গ্রাম শহরে সমাবেশের ডাক দিয়েছেন কুড়মিরা।

এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ও বিরবাহা হাঁসদার গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন কুড়মি আন্দোলনের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য নেতা রাজেশ মাহাতো সহ ৯ জন। তাঁদের সোমবার ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন ঝাড়গ্রাম আদালতের বিচারক। পরে তদন্তের জন্য সিআইডি-র আবেদন মঞ্জুর করে তদন্তকারীদের জেলে গিয়ে ধৃতদের জেরা করার অনুমতিও দেওয়া হয়েছে।

একের পর এক কুড়মি নেতা ও আন্দোলনকারীর গ্রেপ্তারির বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন কুড়মিরা। তাঁদের বক্তব্য, নির্দোষ আন্দোলনকারীদের উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে পুলিশ। পুলিশের বিরুদ্ধে কুড়মি নেতাদের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। প্রতিবাদে আগামী ২ জুন বাঁকুড়া জেলার থানাগুলিতে অভিযোগ জানাবেন আন্দোলকারীরা৷ এরপর ৬ জুন ঝাড়গ্রামের অফিসার্স ক্লাবের মাঠে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে কুড়মিদের তরফে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ