TET Scam : এবার গ্রেপ্তার অভিনেতা! সিবিআই এর জালে তৃণমূলের নেতা-অভিনেতা

TET Scam : এবার গ্রেপ্তার অভিনেতা! সিবিআই এর জালে তৃণমূলের নেতা-অভিনেতা

এবার নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হুগলি জেলার প্রাক্তন যুব তৃণমূল সম্পাদক তথা অভিনেতা শাহিদ ইমাম। শাহিদ হুগলির আরামবাগের বাসিন্দা।

জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া শাহিদ ‘শ্লীলতাহানি’, ‘আমার চ্যালেঞ্জ’, ‘বিষাক্ত মানুষ’ নামে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। তিনি প্রযোজকও বটে৷ আরামবাগে তাঁর দুটি বাড়ি রয়েছে। চাকরির প্রতিশ্রুতি দিয়ে বহু প্রার্থীর কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে৷ এমনকি অভিযোগ উঠেছে, সেই টাকা সিনেমায় ব্যবহার করে থাকতে পারেন তিনি।

আরও পড়ুন:  Elephant Attack : আরামবাগে হাতির তাণ্ডব, গুরুতর আহত এক ব্যক্তি

আরামবাগ পুরসভায় বাঁধপাড়ায় বাসিন্দা শাহিদ হুগলি জেলার প্রাক্তন যুব তৃণমূল সম্পাদক। তাঁর বাবা হাসান ইমাম পেশায় স্কুল শিক্ষক। ২০০১ সালে আরামবাগ বিধানসভায় তৃণমূলের প্রার্থী হয়েছিলেন তিনি। পরে জাতীয় কংগ্রেসের হয়ে লোকসভার প্রার্থী হন। ধৃত শাহিদ অভিনয়ের সঙ্গে হাওড়ার উদনারায়নপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতাও করতেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ