চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

ঐতিহাসিক ভাবে প্রসিদ্ধ কেশিয়াড়ির কুরুমবেড়া দুর্গ সংলগ্ন এলাকায় মাটি খোঁড়ার সময় মিলেছে পুরাতন কাঠামোর হদিস। যা নিয়ে এলাকায় প্রত্নতাত্ত্বিক খননের দাবি তুলেছেন স্থানীয়রা।

পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির কুরুমবেড়া দুর্গ ইতিহাস আগ্রহী পর্যটকদের কাছে বিশেষ প্রসিদ্ধ। পুরাতত্ত্ব বিভাগের তরফে দুর্গের সংস্কারও করা হয়েছে। সম্প্রতি জানুয়ারি মাসে দুর্গের পশ্চিম পাশে একটি উদ্যান তৈরির জন্য কাজ শুরু করেছিল ভারতীয় পুরাতত্ত্ব সংরক্ষণ বিভাগ। কিন্তু মাটি খুঁড়তেই বের হয় কাঠামো। স্থানীয়দের দাবি কাঠামোর আদল মন্দিরের মতো। এই কাঠামো বের হতেই এলাকা ঘিরে রাখা হয়েছে।

জনপ্রিয় খবর:  Kurmi Rail Block: কুড়মিদের রেল অবরোধে স্তব্ধ রেল, জঙ্গলমহল অবরুদ্ধ

স্থানীয় বাসিন্দাদের দাবি, মাটি খুড়ে মেলা কাঠামোয় মন্দিরের আদল স্পষ্ট। ঐ এলাকায় পুরাতাত্ত্বিক খননের প্রয়োজন। অন্যদিকে পুরাতত্ত্ব বিভাগের বক্তব্য, সেটি দুর্গের পরিকাঠামোর অংশমাত্র। যদিও ঐ স্থানে এখন বন্ধ রয়েছে উদ্যান প্রস্তুতের কাজ।