UPSC : বাঁকুড়ার মেয়ের জয় সর্বভারতীয় পরীক্ষায়, ৩৬ র‍্যাঙ্ক করে চমকে দিলেন অর্পিতা

UPSC : বাঁকুড়ার মেয়ের জয় সর্বভারতীয় পরীক্ষায়, ৩৬ র‍্যাঙ্ক করে চমকে দিলেন অর্পিতা

সর্বভারতীয় ইউপিএসসি পরীক্ষায় ৩৬ র‍্যাঙ্ক করে চমকে দিলেন বাঁকুড়া শহর থেকে ছয় কিলোমিটার দূরে বাঁকুড়া দু’নম্বর ব্লকের সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের ভূতেশ্বর গ্রামের বাসিন্দা অর্পিতা সিংহ

একান্নবর্তী পরিবারের মেয়ে অর্পিতা বরাবরই মেধাবী। বাঁকুড়ার চাপাতোড়া সরস্বতী শিশু মন্দির থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে বাঁকি সেন্দরা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন অর্পিতা। ২০১৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাত্র ছ’মাস আগে তিনি হারিয়েছিলেন মাকে৷ কিন্তু হার মানেন নি। বাঁকুড়া মিশন গার্লস থেকে উচ্চ মাধ্যমিক পাশ ও পরে কলকাতার যোগমায়া দেবী কলেজে বিজ্ঞান বিভাগে স্নাতক। এরপর বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে মাস্টার্স।

ইউপিএসসি পরীক্ষার জন্য শুরু করেন প্রস্তুতি। প্রথমেই সাফল্য আসেনি। তবে কঠোর পরিশ্রমে জিও সায়েন্স বিভাগে ইউপিএসসি ২০২২ এ ৩৬ র‍্যাঙ্ক অর্জন করেছেন তিনি। জিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়ার উচ্চপদে নিয়োগ হবে তাঁর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ