ম্যাট্রিমনিয়াল সাইটে পরিচয়ের পর ঘনিষ্ঠতা। তারপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার টাকার প্রতারণা। এক যুবতীর এমনই অভিযোগের ভিত্তিতে বাইপাসের এক পাঁচতারা হোটেল থেকে আশীষ দে নামে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ।
অভিযোগ, সোনা ব্যবসায়ী পরিচয় দিয়ে ম্যাট্রিমনিয়াল সাইটে এক যুবতীর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন আশীষ। ধীরে ধীরে বিভিন্ন ভাবে তাঁর কাছ থেকে মোট ৬৮ হাজার ৪৬০ টাকা হাতিয়ে নেয়। এরপর যোগাযোগ বন্ধ করে বেপাত্তা হয়ে যায়। ২০২১ সালের অক্টোবর মাসে কৈখালির বাসিন্দা প্রতারিত ঐ যুবতী বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেন।
- Advertisement -
তদন্তে নেমে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস বাইপাসের এক পাঁচতারা হোটেল থেকে অভিযুক্ত যুবক আশীষ দে-কে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত আরও কোন যুবতীকে প্রতারণা করেছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।