Medinipur : আশাকর্মীদের বিক্ষোভ ও ডেপুটেশন পুরসভায়, স্থায়ী বেতন-ভাতা সহ একাধিক দাবি

Medinipur : আশাকর্মীদের বিক্ষোভ ও ডেপুটেশন পুরসভায়, স্থায়ী বেতন-ভাতা সহ একাধিক দাবি

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

স্থায়ী বেতন, ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে সোমবার মেদিনীপুর পৌরসভায় বিক্ষোভ প্রদর্শন করলেন আশাকর্মীরা। তাঁদের সংগঠন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী (চুক্তিভিত্তিক) ইউনিয়নের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির তরফে পৌরপ্রধান সৌমেন খানের কাছে ডেপুটেশনও জমা দেওয়া হয়।

আশাকর্মীদের বক্তব্য, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমীক্ষা থেকে শুরু করে টীকা প্রদান সহ বহু কাজ তাঁদের সামলাতে হয়। করোনাকালের পর থেকে কাজের পরিধি বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষার কাজও তাদের উপর বর্তেছে। কিন্তু বেতন, ভাতা, পেনশন, গ্রাচুইটি কোনো সুবিধাই মেলে না৷ আশাকর্মীদের দাবি, চুক্তিভিত্তিক পৌর স্বাস্থ্যকর্মীদের অবসরকালীন সময়সীমা ৬৫ বছর করতে হবে ও অবসরকালীন ভাতা ৫ লক্ষ টাকা করতে হবে, চুক্তিভিত্তিক পৌর স্বাস্থ্যকর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি দিয়ে পেনশন-পিএফ-গ্রাচুইটির সুবিধা দিতে হবে। বিক্ষোভ প্রদর্শনের পর এই সমস্ত দাবি সম্বলিত ডেপুটেশন জমা দেওয়া হয় পৌরপ্রধানের কাছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ