“শুভেন্দুর প্রার্থীকে একটু দেখে দেবেন”, ভাইরাল অডিও, শিশির অধিকারীর কন্ঠস্বর দাবি রাজনৈতিক মহলের

পুরভোটের আগে ভাইরাল হল একটি অডিও। সেই অডিওতে একজন বয়স্ক মানুষের কঠস্বরকে ‘শুভেন্দুর প্রার্থী’কে দেখার জন্য অনুরোধ করা হয়েছে। রাজনৈতিক মহলের দাবি কন্ঠস্বরটি শিশির অধিকারীর। যদিও সংবাদমাধ্যমের তরফে এই দাবির সত্যতা যাচাই করা হয়নি।

অডিয়ো টেপে দুইজনের কন্ঠস্বর শোনা গিয়েছে। অডিওতে বয়স্ক কণ্ঠের ব্যক্তি বলেন, ‘‘আমি শিশির অধিকারী বলছি বাবা।’’ অপর কণ্ঠের ব্যক্তির উত্তর, ‘‘হ্যাঁ, স্যার, বলুন স্যার।’’ বয়স্ক কণ্ঠের ব্যক্তি অন্য জনের পরিচয় জানতে চাইলে তরুণ কণ্ঠ বলে, ‘‘আমি ১৩ নম্বর ওয়ার্ডের নিত্যানন্দ।’’ শিশির অধিকারী পরিচয় দেওয়া ব্যক্তি বলেন, ‘‘আমার ছেলে বলেছিল, আপনাকে ফোন করে এক বার বলতে। একটু দেখে দেবেন বাবা।’’ নিত্যানন্দ বলেন, ‘‘কাকে দেখব স্যার?’’ উত্তরে বয়স্ক কণ্ঠ বলেন, ‘‘শুভেন্দুর প্রার্থী।’’

আরও পড়ুন:  “অতি বাড় বেড় না, ঝড়ে ভেঙে যাবে”, এসপি-কে হুঁশিয়ারি শুভেন্দুর

আরও কিছুক্ষণ এই বিষয়ে কথাবার্তা বলতে শোনা গিয়েছে। এই সময় তরুণ কন্ঠ, “আপনিও তা হলে বিজেপি-কে দিতে বলছেন?” জানতে চাইলে ওপর ব্যক্তির উত্তর, “আমি বলব, ভদ্রলোককে দেবেন। চোর-ডাকাতকে দেবেন না। তৃণমূল পার্টিতে যাঁরা আছেন সেটা আপনি আমার থেকে বেশি জানেন। আপনি বুদ্ধিমান লোক। চোর-ডাকাত চেনেন না? আমি খুব বিনীত ভাবে বলছি।” ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ