BRAKING NEWS

Jhargram : আদালত চত্বরে উদ্ধার বাচ্চা পেঁচা, বনদপ্তরের হাতে সমর্পণ ঝাড়গ্রাম জেলা ও দায়রা বিচারক সুতনুকা নাগের

Jhargram : আদালত চত্বরে উদ্ধার বাচ্চা পেঁচা, বনদপ্তরের হাতে সমর্পণ ঝাড়গ্রাম জেলা ও দায়রা বিচারক সুতনুকা নাগের, GNE BANGLA

দুপুরের তপ্ত রোদে অশ্বত্থ গাছের ডাল থেকে পড়ে গিয়েছিল লক্ষী পেঁচার এক বাচ্চা! গত সোমবার ঝাড়গ্রাম জেলা আদালত চত্বরে এমনই অবস্থায় দেখতে পান ঝাড়গ্রাম জেলা ও দায়রা বিচারক সুতনুকা নাগের নিরাপত্তা রক্ষী সঞ্চিতা বারিক।

সঞ্চিতা কোলে তুলে নেন লক্ষী পেঁচার বাচ্চাকে। নিয়ে যাওয়া হয় জেলা ও দায়রা বিচারকের অফিসে। সেখানে একটি বাতাস চলাচল যোগ্য বাস্কের মধ্যে রাখা হয়। তারপর ছোলা, টমেটো ও চিংড়ি মাছ দেওয়া হয় খাবারের জন্য। সঞ্চিতা জানান, শুধুমাত্র চিংড়ি মাছ গুলো খেয়েছে লক্ষী পেঁচার বাচ্চা। এরপর খবর দেওয়া হয় বনদপ্তরে। বুধবার দুপুরে ঝাড়গ্রাম জেলা ও দায়রা আদালতের অফিসে আসেন বন দপ্তরের এক অফিসার সহ মোট দু’জন। তাদের হাতে লক্ষী পেঁচার বাচ্চাকে তুলে দেন ঝাড়গ্রাম জেলা ও দায়রা বিচারক সুতনুকা নাগ। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই লক্ষী পেঁচার বাচ্চাকে ঝাড়গ্রামের জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কে নিয়ে যাওয়া হবে। সেখানেই আপাতত ঠিকানা লক্ষী পেঁচার!

Medinipur : এবার কি বন্ধ হবে সরকারি স্কুল! জেলায় ৬০১টি স্কুলে পড়ুয়ার সংখ্যা ৩০ এর কম, ঝাড়গ্রামে ৪৭৯টি