BRAKING NEWS

Medinipur : দীঘা গামী সরকারি বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষ, বাগনানে মৃত মেদিনীপুরের তিন যুবক

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

ভয়াবহ দুর্ঘটনা হাওড়ার বাগনানে ১৬ নম্বর জাতীয় সড়কে৷ দীঘা গামী সরকারি বাসের সঙ্গে ব্যক্তিগত চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত মেদিনীপুরের বাসিন্দা তিন যুবক। মঙ্গলবার সকালের এই দুর্ঘটনায় শোকের ছায়া মেদিনীপুরে।

মেদিনীপুর শহরের ২১ নং ওয়ার্ডের মির্জাবাজার এলাকার বাসিন্দা পেশায় গাড়ি চালক প্রীতম চক্রবর্তী (৩২), তাঁর আরও তিন সঙ্গীর সঙ্গে মঙ্গলবার ভোরে কলকাতা রওনা দেন। জানা গিয়েছে, এইদিন গাড়ি চালাচ্ছিলেন সঙ্গে থাকা জুগনুতলা এলাকার বাসিন্দা গাড়ির মালিক। প্রীতম চালকের পাশের আসনে বসেছিলেন। পিছনের আসনে ছিলেন আরও দুইজন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ বাগনানে ১৬ নম্বর জাতীয় সড়কে দীঘা গামী সরকারি বাসের সামনের টায়ার ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে এসবিএসটিসি বাসটি ডিভাইডার টপকে এসে প্রীতমদের গাড়িটিকে মুখোমুখি ধাক্কা মারে।

জানা গিয়েছে, সংঘর্ষের অভিঘাতে চারচাকা গাড়িটি দুমড়ে মুচরে বাসের নীচে ঢুকে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে বাগনান থানার পুলিশ। কিন্তু প্রাথমিক ভাবে পুলিশও গাড়ির আরোহীদের উদ্ধার করতে পারে নি। গ্যাস কাটার দিয়ে গাড়ি কাটা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রীতম সহ তিন জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। যদিও বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। সদ্য বিবাহিত প্রীতমের মৃত্যুসংবাদ মিলতেই মেদিনীপুরে শোকের পরিবেশ তৈরি হয়েছে।

Leave a Reply