তীব্র দাবদাহে রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রার টানা ধরে রেখেছে বাঁকুড়া। মঙ্গলবারের পর বুধবারও বাঁকুড়ায় তাপমাত্রা অতিক্রম করলো ৪৪ ডিগ্রি সেলসিয়াস। পুড়ছে পুরুলিয়া-ঝাড়গ্রামও। দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় তাপমাত্রা নিয়মিত ভাবে অতিক্রম করছে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে ছিল ৪৪.১° সেলসিয়াসে। পানাগড়ে তাপমাত্রা ছিল ৪৩.৭ ডিগ্রি, পুরুলিয়ায় ৪৩.৬ ডিগ্রি, আসানসোলে ৪৩.৩ ডিগ্রি, শ্রীনিকেতনে ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার দমদমে তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস।

জনপ্রিয় খবর:  Medinipur Summer : দাবদাহে পুড়ছে মেদিনীপুর, কালবৈশাখীর আশায় জঙ্গলমহল

বুধবারের মতো বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের পাঁচ জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে৷ বাকি জেলাগুলিতে রয়েছে কমলা সতর্কতা।