BRAKING NEWS

রেলযাত্রীদের জন্য সুখবর! বাঁকুড়া থেকে হাওড়া আরও কম সময়ে, হচ্ছে নতুন লাইন

রেলযাত্রীদের জন্য সুখবর! বাঁকুড়া থেকে হাওড়া আরও কম সময়ে, হচ্ছে নতুন লাইন, GNE BANGLA

রেলযাত্রীদের জন্য নতুন সুখবর! বাঁকুড়া থেকে হাওড়া আরও কম সময়ে যাওয়া যাবে। হচ্ছে নতুন লাইন। মশাগ্রামে জুড়বে দক্ষিণ-পূর্ব রেল ও পূর্ব রেলের লাইন। সহজ হবে হাওড়া যাওয়া।

বাঁকুড়া থেকে হাওড়া অনেক ট্রেনই চলে। সেই ট্রেনগুলি সবই দক্ষিণ-পূর্ব রেলের শাখা খড়গপুর হয়ে যায়। অন্যদিকে দক্ষিণ পূর্ব রেলের বাঁকুড়া থেকে মশাগ্রাম পর্যন্ত রেললাইন রয়েছে এবং পূর্ব রেলের হাওড়া-বর্ধমান লাইনে মশাগ্রাম স্টেশন রয়েছে৷ কিন্তু দক্ষিণ-পূর্ব রেলের মশাগ্রাম লাইনের সঙ্গে পূর্ব রেলের মশাগ্রাম স্টেশন সংযুক্ত নয়। ফলে বাঁকুড়া-হাওড়া ট্রেনগুলি খড়গপুর হয়ে যাতায়াত করে এবং বেশি সময় লাগে।

Railway: জঙ্গলমহলের সুখবর, উন্নত হবে ঝাড়গ্রাম-মেদিনীপুর সহ ১৯টি স্টেশন

এবার দক্ষিণ-পূর্ব রেলের মশাগ্রাম লাইনের সঙ্গে পূর্ব রেলের মশাগ্রাম স্টেশন সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। সংযুক্তিকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ১০ মাস। এই লাইন সংযুক্ত হলে বাঁকুড়া থেকে হাওড়াগামী ট্রেন মশাগ্রাম হয়ে সরাসরি বর্ধমান-হাওড়া লাইন ধরে হাওড়া যেতে পারবে, কমে যাবে যাতায়াতের সময়।

Railway: জঙ্গলমহলের সুখবর, উন্নত হবে ঝাড়গ্রাম-মেদিনীপুর সহ ১৯টি স্টেশন