Jhargram : অরণ্য শহরে একাধিক ‘রং পরব’ ও ‘বসন্ত উৎসব’, রঙের উৎসবের আগে সেজে উঠছে ঝাড়গ্রাম

Jhargram : অরণ্য শহরে একাধিক 'রং পরব' ও 'বসন্ত উৎসব', রঙের উৎসবের আগে সেজে উঠছে ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম জুড়ে বসন্তের আবহে অনুষ্ঠিত হতে চলেছে ‘রং পরব’ ও একাধিক ‘বসন্ত উৎসব’। শীত যাচ্ছে চলে। হয়েছে বসন্তের সমাগম। সেই আবহে পর্যটকদের জন্য সেজে উঠছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। বসন্তের আকর্ষণে ঝাড়গ্রামের হোটেল ও হোম স্টে গুলিতে চলছে বসন্ত উৎসবের অগ্রীম বুকিং৷

ঝাড়গ্রাম গ্রামীণের ফুলবেড়িয়ায় কুটুমবাড়ি হোমস্টে চত্বরে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্মিলিত ভাবে অনুষ্ঠিত হবে ‘রং পরব’। এর আগে বিভিন্ন হোটেলে বা হোম স্টে গুলিতে নিজস্ব ব্যবস্থাপনায় আলাদা ভাবে অনুষ্ঠিত হত রং উৎসব৷ এবার সম্মিলিত ভাবে দোলের দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুটুমবাড়ি চত্বরে হবে দোল পালন। সঙ্গে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও৷ তবে জায়গা পাবেন ১০০০ জন পর্যটক।

আরও পড়ুন:  Gopiballavpur : চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার

এছাড়াও ঘোড়াধরা পার্কে ঝাড়গ্রাম জেলা বসন্ত উৎসব কমিটির উদ্যোগে তিন দিনের বসন্ত উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ৬ মার্চ সন্ধ্যায় নেড়া পোড়া ও লোকসংস্কৃতির অনুষ্ঠানের মাধ্যমে উৎসব শুরু হবে। রবীন্দ্রপার্কে জঙ্গলমহল উদ্যোগ ও আস্থা মিলিত ভাবে ‘বসন্ত হলুদ উৎসব’ আয়োজন করছে। তরুণতীর্থ প্রাঙ্গণে ‘ছন্দকের বসন্ত উৎসব’ পালিত হবে ৪-৫ মার্চ। আবির খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে দুই দিন। সব মিলিয়ে দোল মরশুমে রঙিন হতে চলেছে অরণ্য-শহর।

আরও পড়ুন:  Elephant : হাতির মৃতদেহ লালগড় লকাট বিট অফিসের সামনে, মৃত্যুর কারণ অজানা

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ