Bayron Biswas : বায়রন ছাড়লেন কংগ্রেসের হাত, অভিষেকের হাত ধরে তৃণমূলে

Bayron Biswas : বায়রন ছাড়লেন কংগ্রেসের হাত, অভিষেকের হাত ধরে তৃণমূলে

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূলের নবজোয়ার মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস।

সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা মারা যাওয়ায় উপনির্বাচনের ঘোষণা হয় এই কেন্দ্রে। বাম-কংগ্রেস জোটে কংগ্রেস প্রার্থী হন বাইরন বিশ্বাস, তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী দিলীপ সাহা। ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ৩টি বিধানসভা নির্বাচনে এই আসনে তৃণমূল জিতলেও উপনির্বাচনে জয়ী হন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। সময়ের সঙ্গে বাড়তে থাকে ব্যবধান। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে নিকটবর্তী তৃণমূল প্রার্থীকে প্রায় ২৩ হাজার ভোটে হারিয়ে জয় পান তিনি। বাম-সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের প্রাপ্ত ভোট ছিল ৮৫,৪৩৭। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ৬৩,০০৩। শতাংশের বিচারে কংগ্রেস ৪৭.২৬%, তৃণমূল ৩৪.৮৫% ভোট পেয়েছিল।

ফল ঘোষণার ২০ দিন পর, শপথগ্রহণ করেছিলেন বায়রন। পশ্চিমবঙ্গ বিধানসভায় তিনিই ছিলেন কংগ্রেসের একমাত্র সদস্য৷ গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই। এবার জল্পনা সত্য প্রমাণ করে সেই বায়রন যোগ দিলেন তৃণমূলে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ