চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

চৈত্র শেষ হওয়ার আগেই গরম পড়েছে বেজায়। দীর্ঘ দু’সপ্তাহ পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় জারি ছিল তাপপ্রবাহ সতর্কতা৷ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে নববর্ষের শুরুতে বয়েছে তাপপ্রবাহ। মাঝে বৃষ্টির জন্য সাময়িক শীতলতা এলেও বজায় থেকেছে গরম। এই পরিস্থিতি ডাব, আমপান্না, ঠাণ্ডা পানীয়ের সঙ্গে বিক্রি বেড়েছে ঠাণ্ডা বিয়ারের।

সরকারি হিসাব বলছে, গত ২০২২-’২৩ অর্থবর্ষের এপ্রিল মাসে পশ্চিম মেদিনীপুর জেলায় ৭ লক্ষ ৮৭ হাজার লিটার বিয়ার বিক্রি হয়েছিল। আবগারি দফতর সূত্রের খবর, এই অর্থবর্ষে শুধুমাত্র এপ্রিল মাসে ২৪ তারিখ পর্যন্ত জেলায় বিয়ার বিক্রি হয়েছে ৬ লক্ষ ৬৬ হাজার ১৮০ লিটার। সেই সঙ্গে হয়েছে বিপুল রাজস্ব আদায়। গত বছর জেলায় এপ্রিল মাসে বিয়ার বিক্রয় করে সরকারের ঘরে রাজস্ব ঢুকেছিল ১৫ কোটি ৩৬ লক্ষ ৫০ হাজার টাকা। এই অর্থবর্ষে এপ্রিল মাসে ২৪ তারিখ পর্যন্ত ১৩ কোটি ৮৭ লক্ষ ৪৫ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে বিয়ার বিক্রিতে।

জনপ্রিয় খবর:  Medinipur Rain : শীতল হল চরাচর, মেদিনীপুরের বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া

পশ্চিম মেদিনীপুর জেলায় মোট প্রায় ৩৩০টি লাইসেন্স প্রাপ্ত মদের দোকান রয়েছে। গরম বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিয়ারের চাহিদাও। গত বছর গরমে বিয়ারের যোগান হঠাৎ কমে যাওয়ায় সারা রাজ্যে বিয়ারের ব্যাপক কালোবাজারির অভিযোগ উঠেছিল। আবগারি দফতর সূত্রের খবর, এই বছর উৎপাদন ও মজুত রয়েছে পর্যাপ্ত।